নিজের মোজায় লুকানো পিস্তলের গুলিতে আহত হয়েছেন একজন মার্কিন তরুণ। এ ঘটনায় একজন নারীও আহত হয়েছেন।
রবিবার যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে এক হাই স্কুলের গ্র্যাজুয়েশন পার্টি চলছিল স্কুলেরই ফুটবল স্ট্যাডিয়ামে। সেসময় ওই তরুণের মোজায় একটি পিস্তল লুকানো ছিল। সেই পিস্তল থেকে বের হওয়া গুলিতে ওই ব্যক্তিসহ এক নারী আহত হন। স্থানীয় পুলিশ এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
অগাস্টার পুলিশ প্রধান টেইলর ব্রিউয়ার জানান, কানসাসের অগাস্টা হাই স্কুলের গ্র্যাজুয়েশন পার্টিতে এক ব্যক্তি তার পায়ের মোজায় লুকিয়ে একটি পিস্তল নিয়ে যান। পায়ে অস্বস্তির জন্য পিস্তলটি সরাতে গেলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। একই গুলিতে অপর এক নারীও আহত হন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওই আহত যুবক নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। উইচিন্টার এক হাসপাতাল জানিয়েছে, আহত নারী তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার আঘাত গুরুতর ছিল না।
পুলিশ প্রধান টেইলর ব্রিউয়ার জানিয়েছেন, এটি দুর্ঘটনা হলেও, যেহেতু স্কুল প্রাঙ্গনে আগ্নেয়াস্ত্র বহন করা অবৈধ, তাই তিনি এই বিষয়ে মামলা দায়ের করবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন:
ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান ট্রাম্পের
নারীদের ‘সম্ভোগের বস্তু’ ভাবতেন ট্রাম্প!
নতুন হিটলার হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন: প্রভাবশালী ব্রিটিশ এমপি
/এসএ/বিএ/