মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পিয়ংইয়ং-এর পরমাণু কর্মসূচি নিয়ে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা করে উন্মুক্ত আলোচনা করতে চান। মঙ্গলবার (১৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানান।
ট্রাম্প বলেন, ‘আমি তার (কিম জং-উন) সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলতে আমার কোনও সমস্যা নাই।’
এদিকে, ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, ‘বিশ্বের প্রভাবশালী নেতাদের প্রতি ট্রাম্পের বিশেষ আগ্রহ রয়েছে।’ তবে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনার আগ্রহকে ট্রাম্পের ‘অর্থহীন কর্মকাণ্ডেরই অংশ’ বলে মনে করেন হিলারি।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতি নিয়ে বিতর্ক থাকলেও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা দেশটির প্রতি মার্কিন নীতির আমূল পরিবর্তন ঘটাতে পারে।
রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। এ ছাড়া জলবায়ু সম্মেলনের বিষয়েও নিজের আগ্রহের কথা জানান ট্রাম্প।
অপর এক খবরে বিবিসি জানায়, চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে রিপাবলিকান সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষিত হওয়ার পরই তিনি এ সফরে যাবেন।
যুক্তরাষ্ট্রে মুসলমান নিষিদ্ধে ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং সম্প্রতি নির্বাচিত লন্ডনের মেয়র সাদিক খান। এই পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো নাও হতে পারে।’
সূত্র: বিবিসি, রয়টার্স।
আরও পড়ুন:
বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২
ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন
চীনা নেতার সফরে হংকংজুড়ে নিরাপত্তা জোরদার
/এসএ/