X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে পেদ্রো কুচনস্কি শিবিরের জয় দাবি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৫:৪৩আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৫৩
image

পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরিকে হারিয়ে জয়লাভের দাবি করেছে পেদ্রো কুচনস্কি শিবির। তবে ফুজিমোরি জানিয়েছেন, শেষ ভোটটি গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না।

সমর্থকদের মাঝে পেদ্রো কুচনস্কি

রবিবার (৫ জুন) দ্বিতীয় ধাপের নির্বাচনে এখন পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গণনাকৃত ভোটের ৫০.১৪ শতাংশ পেয়েছেন বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পেদ্রো কুচনস্কি আর তার প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরি পেয়েছেন ৪৯.৮৬ শতাংশ। আগে থেকেই ধারণা করা হয়েছিল যে, নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

পেদ্রো কুচনস্কির রানিং মেট মার্টিন ভিজকারা এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জয়লাভের ঘোষণা দিয়েছেন। স্থানীয় আরপিপি টেলিভিশনকে তিনি বলেন, ‘এই ফলাফল পরিবর্তিত হওয়া সম্ভব নয়। আমাদের কর্মীদের কাছে পুরো বিস্তারিত ফলাফল রয়েছে। আর ভিত্তিতে আমরা নিশ্চিত করেই বলতে পারি, পিপিকে জয়ী হয়েছেন।’ পেদ্রো কুচনস্কি ‘পিপিকে’ নামেও সমধিক পরিচিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনে ফুজিমোরি পান ৩৯ শতাংশ ভোট, পেদ্রো কুচনস্কি পান ২৪ শতাংশ ভোট এবং অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী ভেরোনিকা মেনদোজা পান ১৭ শতাংশ ভোট।

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের বিন্যাস অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে পারেন সেই দুইজন, যারা প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। ভেরোনিকা আগেই জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি কুচনস্কিকে সমর্থন দেবেন। সেই সঙ্গে নোবেল জয়ী লেখক মারিও ভারগাস লোসাও কুচনস্কিকে সমর্থন জানিয়েছেন।

কেইকো ফুজিমোরি পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে। বিদ্রোহ দমনের নামে মানবতা-বিরোধী অপরাধের দায়ে বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন আলবার্তো ফুজিমোরি।

কেইকো বলেন, ‘পেরুতে মাওবাদী শাইনিং পাথ বিদ্রোহীদের দমনের জন্য এখনও পেরুর জনগণের একাংশ আলবার্তোকে সমর্থন করেন।’ ওই একাংশেরই সমর্থন পেয়েছেন কেইকো।

অনেক বিশ্লেষকের দাবি, বাবার কারণেই কেইকো সমর্থন হারিয়েছেন। পেরুর জনগণের একটা বড় অংশ আলবার্তো ফুজিমরি ও তার অনুসারী বাদে অন্য যে কাউকে সমর্থন করবেন বলে আগেই জানিয়ে দেন। এক জনমত জরিপে এমনটাই উঠে আসে। 

সূত্র: আলজাজিরা, বিবিসি।

আরও পড়ুন: 

মুসলিম উৎখাতের ডাক দিলেন হিন্দুত্ববাদী নেত্রী (ভিডিও)

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়!

নিউ জার্সি জয়ের ফলে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি

/এসএ/বিএ/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
জোহরান মামদানি কি একজন কমিউনিস্ট?
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক