X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চলতি বছর ভারতে ফিরছেন না জাকির নায়েক

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ২১:৩৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২১:৪১

ইসলামি বক্তা ও পিস টিভি’র আলোচক ড. জাকির নায়েক চলতি বছর ভারতে ফিরছেন না। ১৫ জুলাই শুক্রবার সকালে স্কাইপি’র মাধ্যমে আয়োজিত তার এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

সৌদি আরবের মদিনা থেকে স্কাইপি সংবাদ সম্মেলনে ড. জাকির নায়েক জানান, চলতি বছর তার দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, জ্ঞাতসারে আমি কোনও সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করিনি। কিন্তু কেউ আমার সামনে এসে ছবি তুলতে চাইলে, আমি হাসি দেই। কিন্তু যে বা যারা ছবি তুলেছে, আমি তাদের চিনি না।

স্কাইপি সম্মেলনে জাকির নায়েকের একজন সহযোগী জানান, তার সফরসূচি বর্ধিত করা হয়েছে। উমরাহ পালন শেষে আফ্রিকায় এক আফ্রিকা সফরের উদ্দেশে তিনি জেদ্দায় যাবেন। আফ্রিকায় তিনি এক লেকচারে অংশ নেবেন।  

ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে হামলাকারীদের দুজন ফেসবুকে ড. জাকির নায়েককে অনুসরণ করতো। এমন অভিযোগে বাংলাদেশ ও ভারতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভি বন্ধের ঘোষণা দেয় দুই দেশের সরকার। ভারতে ফেরামাত্র তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে দেশটির হিন্দুত্ববাদী দল শিব সেনা। এমন বাস্তবতায় ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন পর্যায় থেকে তদন্ত শুরু হয়।

জাকির নায়েক

সম্প্রতি দ্য হিন্দুর খবরে বলা হয়, তদন্তের পর ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনার মতো কোনও প্রমাণ পায়নি মহারাষ্ট্র প্রদেশের গোয়েন্দা সংস্থা। তার বক্তব্যের মধ্যে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে দেশে ফেরার পর জাকির নায়েককে গ্রেফতার করার কোনও সুযোগ নেই বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থা সূত্র।

জাকির নায়েক জানান, সৌদি আরবের মক্কায় বসেই তিনি শুনেছেন গুলশানের হত্যাকারীরা তার অনুসারী। এ প্রসঙ্গে তিনি  বলেন, আমার ফেসবুক ফলোয়ারের বড় অংশই বাংলাদেশি। এছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলের মানুষই বাংলায় প্রচারিত পিস টিভিতে আমাকে দেখেন। ৯০ শতাংশ বাংলাদেশি আমাকে চেনেন। প্রবীণ রাজনীতিক থেকে সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষকরা রয়েছেন সেই তালিকায়। আর এই বিপুল মানুষের ৫০ শতাংশ আমার গুণমুগ্ধ। এই অবস্থায় জঙ্গিরা যদি আমায় চেনে, তাহলে কি আমার খুব বেশি অবাক হওয়ার কথা? না।

ড. জাকির নায়েক বলেন, হত্যাকারীরা আমার বক্তব্যের সঙ্গে পরিচিত হতেই পারে। কিন্তু তার মানে এই নয়, আমি তাদের অনুপ্রাণিত করেছি। আমি সাধারণত ধর্মীয় বই অনুসারে বক্তব্য দেই। আমার বক্তব্য শুনে তারা যদি সঠিক ইসলামকে বুঝতে না পারে, সেটা তাদের দুর্ভাগ্য।

দুবাইভিত্তিক পিস টিভিতে প্রতিদিনের টেলিভিশন অনুষ্ঠানে ইসলামের নানা বিষয় নিয়ে বক্তব্য দেন নায়েক। মুসলিম বিশ্বে তিনি একজন জনপ্রিয় বক্তা। ফেসবুকে তার এক কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। বিভিন্ন ভাষায় বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ টিভিতে তার অনুষ্ঠান দেখেন।

আইএস সম্পর্কে জাকির নায়েক বলেন, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএস) নামটিই অনৈসলামিক। আর আত্মঘাতী বোমা হামলা ইসলামবিরোধী। ইসলামিক স্টেট (আইএস) নামটি ব্যবহার করে আমরা আসলে ইসলামের নিন্দা করছি।  তিনি এই  জঙ্গি সংগঠনটিকে ‘এন্টি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’ নামে অভিহিত করেন। আইএস নামটি ইসলামের শত্রুদের দেওয়া বলেও উল্লেখ করেন ড. জাকির নায়েক।

/এমপি/এমএনএইচ/

সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
সর্বশেষ খবর
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের