X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-এর অভিযোগ নাকচ করে দিলো নিউ ইয়র্ক টাইমস

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৩:৫৩
image

ট্রাম্প-এর অভিযোগ নাকচ করে দিলো নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ভুয়া প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের পাঠক সংখ্যা কমে গেছে; নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই দাবি নাকচ করে দিয়েছে ওই মার্কিন সংবাদমাধ্যম। স্থানীয় সময় রবিবার সকালে এক টুইটার পোস্টে করা ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দেয় নিউ ইয়র্ক টাইমস। তারা দাবি করে, নির্বাচনের দিন থেকে তাদের গড় সাবস্ক্রাইবারের সংখ্যা চার গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ পাল্টাপাল্টি দাবির কথা উঠে এসেছে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৩ নভেম্বর)সকাল ৯টা ১৬ মিনিটের দিকে একটি টুইট করেন ট্রাম্প। টুইটে বলা হয়, “বাহ, ‘ট্রাম্পের বিস্ময়’ নিয়ে খুব দু্র্বল আর অযথার্থ সংবাদ প্রকাশের কারণে নিউ ইয়র্ক টাইমস তাদের হাজার হাজার সাবস্ক্রাইবার হারাচ্ছে।‘’
তবে রবিবারই পলিটিকোর কাছে পাঠানো ইমেইলে ট্রাম্পের দাবিকে নাকচ করে দেয় নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমটির মুখপাত্র এইলিন মুরফি এক ইমেইলে দাবি করেন, ক্যানসেলেশনের প্রশ্ন যদি ওঠে তাহলে বলতে হবে নির্বাচনের দিন থেকে নিউ ইয়র্ক টাইমসের নতুন ডিজিটাল ও প্রিন্ট সাবস্ক্রিপশনের গড় চার গুণ বেড়েছে।
সাধারণত তিন মাস অন্ত নিজেদের সাবস্ক্রিপশনের সংখ্যা প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। আর সেকারণে নির্দিষ্ট করে সাবস্ক্রিপশন ও ক্যানসেলেশনের সংখ্যা প্রকাশ করতে রাজি হননি এইলিন। শুধু বলেছেন, বন্ধ করার চেয়ে সূচনাকারীর সংখ্যা অনেক বেশি।

নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার শুলজবার্গার শুক্রবার পলিটিকোর কাছে পাঠানো এক ইমেইলে বলেছিলেন, ‘বস্তুনিষ্ঠ’ আর ‘নিরপেক্ষ’ দৃষ্টিতে ট্রাম্পের খবর প্রকাশ করা হয়ে থাকে।

শুলজবার্গার এবং সম্পাদক ডিন বাকোয়েট শুক্রবার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্য করেও একটি মেইল করেছিলেন। ওই মেইলে বলা হয়, ‘এ ধরনের অনিশ্চিত ও অপ্রত্যাশিত একটি নির্বাচনের পর কিছু অপরিহার্য প্রশ্ন উঠেছে: ডোনান্ড ট্রাম্পের আসল চরিত্র কি আমাদেরকে কিংবা অন্য সংবাদমাধ্যমকে  ভোটারদের মধ্যে তার সমর্থন সম্পর্কে নেতিবাচক ভাবনায় প্ররোচিত করেছে।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা