X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৭ মার্চ ২০১৭, ২১:৫৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২২:০৫

ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ব্রেক্সিট (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের মতো বিশ্বের স্বল্পোন্নত অর্থনীতির দেশগুলো। ব্রেক্সিট পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিদ্যমান বাণিজ্যিক সুবিধা বহাল রাখা না হলে বছরে ৩২৩ মিলিয়ন পাউন্ড ক্ষতির শিকার হবে এসব দেশগুলো। এমন আশঙ্কার কথা জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই)।
ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট বলছে, বাংলাদেশের মোট রফতানির ৯ শতাংশই যায় যুক্তরাজ্যে। বিশেষ করে তৈরি পোশাক সামগ্রী রফতানির ওপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস (ইবিএ)-এর আওতায় আওতায় এতোদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক সামগ্রী রফতানি করে আসছে বাংলাদেশ। বিশ্বের দরিদ্রতম অর্থনীতির দেশগুলোকে সুবিধা দিতেই ওই সুরক্ষার ব্যবস্থা করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের মতো দেশগুলোতে কর্মসংস্থান তৈরি এবং দারিদ্র হ্রাস করাই এর লক্ষ্য।

ইবিএ-এর আওতায় যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক সামগ্রী রফতানি করে আসলেও দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করায় ৬ থেকে ১২ শতাংশ ট্যারিফের মুখে পড়তে পারে বাংলাদেশ। আর সেটা হলে লক্ষাধিক পাউন্ড ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যকে অবশ্যই স্বল্পোন্নত দেশগুলোকে সুবিধা প্রদান অব্যাহত রাখতে হবে। অর্থাৎ, এখন যারা এভরিথিং বাট আর্মস (ইবিএ)-এর সুবিধা পাচ্ছে সেটা বহাল রাখা দরকার। এটা উন্নয়নশীল দেশগুলোর প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা দেবে; প্রতিষ্ঠানগুলো আর্থিক লোকসানের হাত থেকে রেহাই পাবে।

ব্রেক্সিট  পরবর্তী বাণিজ্য ও উন্নয়ন নীতি সম্পর্কে ওডিআই বলেছে, উন্নয়নশীল দেশগুলোকে সুবিধা দেওয়ার এই নীতির সুরক্ষা প্রদান যুক্তরাজ্যের জন্য একটা দায়িত্ব। আগে যেসব সুবিধা দেওয়া হতো সেসব বাদ দেওয়ার প্রতি ব্রিটিশ কর্তৃপক্ষের মনোযোগী হওয়া উচিত নয়।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড বলছে, বিশ্বের দরিদ্র মানুষের রক্ষাকবচ হিসেবে অবাধ ও মুক্ত বাণিজ্যের মূলনীতির ওপর তাদের দৃঢ় আস্থা রয়েছে।

ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড-এর একজন মুখপাত্র বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে অবাধ বাণিজ্যের বিষয়ে যুক্তরাজ্য সবসময়ই সোচ্চার।  এ কারণেই আমরা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্যিক ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় আগ্রহী।

এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তী সময় নিয়ে আমাদের কিছুটা আশঙ্কা রয়েছে। আমাদের বার্তা হচ্ছে, আমরা আরও ভালো কিছু করতে আগ্রহী। আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের জায়গায়; যা আমরা এখন উপভোগ করছি। আমরা চাই যুক্তরাজ্যের বাজারে সব বাংলাদেশি পণ্যে কোনও ট্যারিফ বা কোটা ছাড়াই প্রবেশাধিকার বহাল থাকুক। 

ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট-এর প্রতিবেদনেও ব্রিটিশ সরকারের প্রতি ‘ক্ষতি না করা’র নীতি এবং ইইউ ছাড়লেও উন্নয়নশীল দেশগুলো যেন যুক্তরাজ্যের নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস