X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বুথ ফেরত জরিপের ফল মানতে রাজি নন শশী থারুর

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ০৮:৫৪আপডেট : ২০ মে ২০১৯, ০৮:৫৯

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেশিরভাগ বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন বিজেপির বিজয়ের আভাস দেওয়া হলেও তা প্রত্যাখান করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। জরিপের ফলাফল প্রকাশ হতে শুরু করার পর রবিবার টুইট বার্তায় শশী থারুর বলেন, তার বিশ্বাস এসব জরিপের ফল ভুল প্রমাণিত হবে। ২৩ জানুয়ারি সত্যিকার ফল আসার পর্যন্ত অপেক্ষা করতে চান বলেও জানান তিনি। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর

ভারতে কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে তিক্ততাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে রবিবার (১৯ মে)। দেড় মাস ধরে সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২৩ মে (বৃহস্পতিবার) ফল ঘোষণা করা হবে। আর তার আগেই বুথফেরত জরিপগুলো আভাস দিতে শুরু করেছে মোদির বিজেপি, রাহুল গান্ধীর কংগ্রেস, তাদের জোটভুক্ত দল ও অন্য দলগুলো কত সংখ্যক আসন পাচ্ছে। বুথফেরত জরিপের অনুমান যে সবসময় ঠিক হয়, তা নয়। ২০১৪ সালের জরিপের অনুমান ঠিক হলেও ২০০৯ সালের নির্বাচনে সঠিক অনুমান দাঁড় করাতে ব্যর্থ হয়েছিল জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

অন্তত তিনটি বুথ ফেরত জরিপে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভায় তিন শতাধিক আসনে জয়লাভ করছে। তবে এই জরিপের ফলাফল মানতে রাজি নন কংগ্রেস নেতা শশী থারুর। কংগ্রেসের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শশী অস্ট্রেলিয়ার সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেখানে ৫৬টি বিভিন্ন জরিপের ফল ভুল প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, ‘বহু ভারতীয় নাগরিক কাদের ভোট দিয়েছেন তা নিয়ে জরিপকারীদের কাছে সত্য কথা বলেন না। কারণ তাদেরকে তারা সরকারি লোক বলে মনে করে’।

ন্যাশনাল কংগ্রেস (এনসি) নেতা ওমর আবদুল্লাহও একই মত দিয়েছেন। টুইট বার্তায় তিনি লেখেন, টেলিভিশন বন্ধ, সোস্যাল মিডিয়া লগ আউট করার সময় হয়ে গেছে। বিশ্ব এখনও নিজের অক্ষের ওপর ঘুরছে কিনা তা দেখতে ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভারতের উপরাষ্ট্রপতি ভেনকাইয়াহ নাইডুও বলেছেন বুথ ফেরত জরিপই সব নয়। তিনি বলেন ১৯৯৯ সাল থেকে বেশির ভাগ বুথ ফেরত জরিপই ভুল প্রমাণিত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?