X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাশিয়া সফরে মোদি, সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৫

দুই দিনের সফরে বুধবার রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছেন তিনি। রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, কম দামে সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য দিল্লি ও মস্কোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভারতে স্বল্প উৎপাদন ব্যয়ের সুবিধা নেওয়া দরকার। প্রযুক্তি স্থানান্তর করা হলে সস্তা শ্রমের ভারতে উৎপাদনের মাধ্যমে সামরিক সরঞ্জামের উৎপাদন খরচ কমানো যেতে পারে। এতে করে এসব সমরাস্ত্র খুব কম দামে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরবরাহ করা সম্ভব হবে। ভারত ও রাশিয়ার এই সুযোগটি কাজে লাগানো দরকার। রাশিয়া সফরে মোদি, সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ
এমন সময়ে মোদি-র এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন কাশ্মিরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং আসামের প্রায় ১৯ লাখ বাসিন্দাকে ‘রাষ্ট্রহীন মানুষে’ পরিণত করেছে ভারত। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। যোগ দেবেন ইস্টার্ন ইকোনমিক ফোরামের বৈঠকেও।

ভারতের প্রধানমন্ত্রীর প্রত্যাশা তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে একটি নতুন গতি সঞ্চার করবে। রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, ‘আমার কাছে তো মনে হয় প্রকৃতি নিজেই এ দুটি দেশকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। উদাহরণ হিসেবে বলতে পারি, প্রতি ডিসেম্বর মাসে সাইবেরিয়ান সারসগুলো আমার জন্মস্থান গুজরাটে উড়ে যায়। তাদের কাছে এ যেন এক বেড়ানোর জায়গা। সাইবেরিয়ান সারস এখান থেকে গুজরাটে উড়ে যায়, আবার বহু ভারতীয়ও সুদূর প্রাচ্যে যান। এ যেন এক প্রাকৃতিক সংযোগ।’

নরেন্দ্র মোদি বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বাইরেও প্রসারিত হয়েছে। ভারতের প্রথম মানবিক মিশন, গগনায়ন প্রকল্পের জন্য নভোচারীদের প্রশিক্ষণে মস্কোর সহায়তার প্রতি ইঙ্গিত করেন তিনি।

তিনি বলেন, ‘ভারতে তথ্যপ্রযুক্তির যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা মহাকাশ গবেষণা ক্ষেত্রেও সাফল্য অর্জন করছি। বর্তমানে যেমন আমরা গগনায়ন প্রকল্পের বিকাশ সাধনে কাজ করছি। রাশিয়া আমাদের নভোচারীদের প্রশিক্ষণে সহায়তা করছে। এই সহযোগিতা কেবল সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে আর সীমাবদ্ধ নেই। এটি ওই নির্দিষ্ট কাঠামো ছাড়িয়ে আরও বেড়েছে।

অন্য এক সাক্ষাৎকারে মোদি বলেন, তিনি বাঘপ্রেমী ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাঘ সংরক্ষণ নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। তার ভাষায়, ‘আমাদের সম্পর্কের একটা বিশেষ রসায়ন রয়েছে, বিশেষ স্বাচ্ছন্দ্য রয়েছে। প্রতিটি দ্বিপাক্ষিক বৈঠকের পর আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি। আমাদের সম্পর্ক ক্রমশই গাঢ় হচ্ছে।’ সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক