X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার ইমরানের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩

যে কোনও হুমকির মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দিনের সরকারি সফরে সৌদিতে অবস্থানকালে শুক্রবার দেশটির রাজা ও যুবরাজকে এ ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার ইমরানের
পবিত্র মক্কা নগরীতে সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পৃথক বৈঠক করেন ইমরান খান। এসব বৈঠকে তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান।

ইমরান খান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়লে রিয়াদের পাশে থাকার ব্যাপারে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিপর্যয়কর মানবাধিকার পরিস্থিতিও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবৈধ কর্মকাণ্ড ও নির্যাতনের ফলে জম্মু-কাশ্মিরের জনগণের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এ সময় তিনি অঞ্চলটিতে থেকে কারফিউ তুলে নিতে ভারতকে চাপ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, কাশ্মিরে গণভোট অনুষ্ঠানেরও দাবি করেন। এ ইস্যুতে তিনি ওআইসি-র আরও শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইমরান খানের বৈঠকের সময় কাশ্মির পরিস্থিতিতে তারা উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি কাশ্মিরের জনগণের প্রতি রিয়াদের সমর্থনের কথাও জানান তারা। এ সংকট উত্তরণে ইসলামাবাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানিয়েছে রিয়াদ।

সৌদি সফর শেষে শুক্রবার তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিউইয়র্কের পথে যাত্রা করেন। সূত্র: ডন, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক