ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতাকারী কয়েক হাজার মানুষ বুধবার রাতে দিল্লির রাজপথে নেমেছিলেন। মিছিল নিয়ে তারা দিল্লির জামে মসজিদের সামনে পৌঁছান। তারা সেখানকার একটি ঐতিহাসিক ভাস্কর্যের সামনে দাঁড়ান হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে। বিক্ষোভকারীরা সমাবেশ শেষ করেন ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ একসঙ্গে গেয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
#NationalAnthem
— Mohammed Ashraf REJECT CAA (@Ashraf9630) January 9, 2020
"National Anthem" is just sung in school and theatres ! This is from Jama Masjid ..Take a breath...!#JamaMasjid #JamiaMilia pic.twitter.com/7LO1JWo37C
সমাবেশে জাতীয় সংগীত গাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টুইটারে ভিডিওটি শেয়ার হচ্ছে অনেক বেশি। অনেকেই বিক্ষোভকারীদের প্রশংসাসূচক বাক্য লিখে ভিডিওটি শেয়ার করছেন।
এমন আরেকটি ভিডিও যাতে বিক্ষোভকারীরা সমবেত কণ্ঠে গাইছেন ‘জন গণ মন’। অনেকের হাতে রয়েছে জ্বলন্ত মোমবাতি, কেউ কেউ নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছেন। অনেককে দেখা গেছে জাতীয় পতাকা উড়াতে।
Ends with the National Anthem #jamamasjid #NoCAANoNRC pic.twitter.com/O66kc3MYUO
— Radha Khan (@RadhaKhn) January 8, 2020
ভিডিওটি এতোই সাড়া ফেলেছে টুইটারে যে ‘ন্যাশনাল অ্যান্থেম’ ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এতে প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে আন্দোলন-প্রতিবাদ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে।