X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফেসবুকে সিএএ-বিরোধী ছবি পোস্ট, বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮
image

ফেসবুকে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ছবি পোস্ট করার পর এক বাংলাদেশি ছাত্রীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, তিনি পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে পাঠানো এক নির্দেশে ওই ছাত্রীকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়।

ফাইল ছবি: বিশ্বভারতীতে সিএএ-বিরোধী কর্মসূচি

বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম আফসারা আনিকা মীম। কুষ্টিয়ার বাসিন্দা আফসারা ২০১৮ সালে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। তিনি চারুকলা বিভাগের (ডিজাইন) প্রথম বর্ষের শিক্ষার্থী। তার এক বন্ধু টেলিগ্রাফ ইন্ডিয়াকে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আফসারার ২৫০ পোস্টকে ‘ভারতবিরোধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও তিনি সরাসরি সিএএ বিরোধী কোনো কর্মকাণ্ড বা বিক্ষোভে যুক্ত ছিলেন না।

আফসারার পোস্টগুলো সিএএ সমর্থকদের ট্রলের শিকার হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এরপর এফআরআরও থেকে ১৪ ও ২০ ফেব্রুয়ারি দুইটি মেইল পাঠানো হয় আফসারার কাছে। সেখানে তাকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়।

নির্দেশিকায় বলা হয়, তার বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এর সেকশন ৩ এর সাবসেকশন (২) অনুয়ায়ী তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে ভারত ছাড়তে হবে। তবে ওই বাংলাদেশি ছাত্রী ভারতবিরোধী ঠিক কী কার্যকলাপ করেছেন, সে বিষয়ে নির্দেশিকায় কিছু উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, তিনি ‘সরকার বিরোধী কর্মকাণ্ডে’ যুক্ত ছিলেন ।

আফসারা বলেছেন, ঠিক কী অপরাধে তার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো তা তিনি জানেন না। তার দাবি, বন্ধুরা সিএএ-বিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে তিনি কৌতুহলবশত প্রতিবাদ কর্মসূচির ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন তিনি।

 

/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…