X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৫:৫৭আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:০৫

পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ। আগামী কয়েক দিন ও সপ্তাহে ধারাবাহিকভাবে এ অনুমতি দেওয়া হবে। বুধবার প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান
প্রাদেশিক সরকারের বিবৃতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে কিছু গণপরিবহন চালুর কথাও বলা হয়েছে।

গত কয়েক দিনে হুবেই প্রদেশে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

সপ্তাহখানেক আগেও হুবেই প্রদেশে হাজারো মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসতো। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে নতুন করে মাত্র ১৪ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসের মূল উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে জরুরি সেবা এবং জনগণের দৈনন্দিন চাহিদা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো এখনই চালু করা যাবে। অন্য প্রতিষ্ঠানগুলো আগামী ২০ মার্চ থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

২০১৯ সালের ডিসেম্বরে উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৬ হাজার ৬১৮ জন।

মৃত চার হাজার ২৯৫ জনের মধ্যে তিন হাজার ১৫৮ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৪৮২ জন। সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
চীনের চোখ রাঙানি উপেক্ষা করে উত্তরসূরি নিয়ে পরিকল্পনা জানাবেন দালাইলামা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক