X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লকডাউন অমান্য করলে গুলি: দুয়ার্তে

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৪:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:৩৩

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে লুজোন দ্বীপ এক মাসের জন্য লকডাউন করেছে ফিলিপাইন সরকার। এটি কার্যকরে কেউ সমস্যা তৈরি করলে তাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লকডাউন আরোপের দুই সপ্তাহের মধ্যে কোনও খাবার না পেয়ে রাজধানী ম্যানিলার বাইরে এক বস্তির বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এরপরই বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দুয়ার্তে। লকডাউন অমান্য করলে গুলি: দুয়ার্তে

ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ বড় একটি অংশ নিয়ে গঠিত লুজোন দ্বীপ। প্রায় পাঁচ কোটি ৭০ লাখ মানুষের বাস এই দ্বীপে। করোনা মহামারি রোধে এক সপ্তাহের লকডাউন আরোপ করা হয়েছে সেখানে। দেশটির অন্যান্য এলাকাতেও একই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে দেশটির ১০ কোটিরও বেশি মানুষ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টিনে থাকার পরেও খাবার ও অন্য ত্রাণ না পাওয়ায় বুধবার মহাসড়কে বিক্ষোভ করে ম্যানিলার বাইরের এক বস্তির বাসিন্দারা। স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের ঘরে ফিরে যেতে বললেও তাতে অস্বীকৃতি জানায় তারা। পুলিশের তরফে জানানো হয় ২০ জনকে গ্রেফতার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বুধবার রাতে টেলিভিশন ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বলেন, ‘এই হুঁশিয়ারি সবার জন্য। এই মুহূর্তে সরকারের নির্দেশ অনুসরণ করুন কারণ এটা গুরুত্বপূর্ণ বলেই আমরা নির্দেশ দিয়েছি’। তিনি বলেন, ‘আর স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনও ক্ষতি করবেন না… কারণ এটা মারাত্মক অপরাধ। পুলিশ ও সেনাবাহিনীর প্রতি আমার নির্দেশ, যদি কেউ সমস্যা তৈরি করে আর তাদের জীবন ঝুঁকিতে পড়ে তাহলে তাদের গুলি করে মেরে ফেলুন’। তিনি বলেন, ‘সরকারের কাজে হস্তক্ষেপ করবেন না। সরকারকে চ্যালেঞ্জ করবেন না। হেরে যাবেন’।

ফিলিপাইনে এখন পর্যন্ত দুই হাজার ৩১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত সেখানে মারা গেছে ৯৬ জন। এদিন ম্যানিলার বাইরে বিক্ষোভের নেতৃত্ব দেন ৪৭ বছর বয়সী জোসি লোপেজ। তিনি বলেন, লকডাউনের মধ্যে খাবার না থাকায় তারা বিক্ষোভে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ‘ক্ষুধার কারণে সাহায্য চাইতে আমরা এখানে। আমাদের খাবার, চাল, মুদি পণ্য বা টাকা কোনওটাই দেওয়া হয়নি। আমাদের কাজ নেই। আমাদের আর করার কী আছে?’ 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা