X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ২৩:৫০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১২:০১

করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা নিশ্চিতের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারের পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র এবং বেসরকারি ল্যাবগুলোতে এনির্দেশনা মানা হচ্ছে কিনা তাও তদারকি করতে বলা হয়েছে। বুধবার জনস্বার্থ সম্পর্কিত এক আবেদনের শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

বর্তমানে ভারতের সরকারি হাসপাতালগুলোতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আর বেসরকারি ল্যাবগুলো এই পরীক্ষার জন্য চার হাজার পাঁচশো রুপির বেশি আদায় করতে পারবে না বলে সরকারি নির্দেশনা দেওয়া রয়েছে। এমন অবস্থায় সব পরীক্ষাগারে বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থে আবেদন করা হয়।

বুধবার ভিডিও কনফারেন্সে পরিচালিত শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভুষণ ও এস রবিন্দ্র ভাট, এই পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবগুলোকে সরকার মূল্য পরিশোধ করবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে। আদেশে বলা হয়, জাতীয় এই বিপর্যয়ের সময় সর্বোচ্চ সাড়ে চার রুপি পরিশোধ করতে না পারায় কোনও রোগী যেন করোনা পরীক্ষা করতে ব্যর্থ না হন সেকারণেই এই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

করোনা মহামারি ঠেকানোর নির্দেশনায় বেশি সংখ্যক মানুষের পরীক্ষার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরীক্ষায় গতি আনতে গত মাসে বেসরকারি ল্যাবগুলোকে এই অনুমতি দেয় ভারত।

তবে এখন পর্যন্ত করোনা পরীক্ষার হার বাড়াতে পারেনি ১৩০ কোটি জনসংখ্যার দেশটি। প্রতিদিন ১০ থেকে ১১ হাজার সন্দেহভাজন রোগীর পরীক্ষা করে এ পর্যন্ত মাত্র এক লাখ ২০ হাজার পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে দেশটি। ভারতের চেয়ে কম জনসংখ্যার দেশ জার্মানি ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৫০ হাজার থেকে এক লাখ সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে পাঁচ হাজার দুইশো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ১৪৯ জন

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক