X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ালো ভারত

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২০, ২১:২৯আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩২

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত।  মার্চ থেকে শুরু হওয়া চলমান এ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখা হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই ১৪ দিন লকডাউন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ালো ভারত

চতুর্থ দফা নতুন মেয়াদে জারি করা লকডাউনে আন্তঃরাজ্য চলাচলে জনসাধারণকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য বাস ও গণপরিবহন ব্যবস্থা সচল করা হয়েছে। তবে বিমান, মেট্রো পরিষেবা, শপিং মল, জিম সেন্টার, বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ৬০ বছরের ঊর্ধ্বে এবং ১০ বছরের কম বয়সীদের বাইরে যাওয়া উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, তারা পরিস্থিতি বিচার করে প্রয়োজন অনুযায়ী চতুর্থ দফার এই লকডাউনের গাইডলাইন ঘোষণা করবে।

চতুর্থ দফার লকডাউন ঘোষণার আগে ১৫ মে-র মধ্যে সব রাজ্যের থেকে পরামর্শ চেয়েছিলেন নরেন্দ্র মোদি।  একেকটি রাজ্যে সংক্রমণ ছড়ানোর চরিত্রে ভিন্নতা থাকায় গাইডলাইন ঘোষণার আগে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ জরুরি বলেই জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এক মুখপাত্র বলেন, অনেক রাজ্যে সংক্রমণ কম ছড়িয়েছে বা নতুন সংক্রমণের খবর গত চার পাঁচ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সেই রাজ্যগুলিতে সাধারণ মানুষকে ধাপে ধাপে সব রকম দৈনন্দিন কাজকর্মে অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আবার মহারাষ্ট্র, চেন্নাই, কলকাতার মতো মহানগরীতে যেখানে সংক্রমণ এখনও দ্রুত হারে ছড়াচ্ছে সেখানে অবশ্যই সাবধানতা ও সতর্কতা বজায় রাখতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের।

 

 

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক