X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতে করোনা আক্রান্ত শতাধিক মায়ের সুস্থ সন্তান প্রসব

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১৪:৫০আপডেট : ২১ মে ২০২০, ১৪:৫৮
image
 
 
ভারতের সুস্থ সন্তান প্রসব করেছেন করোনা-আক্রান্ত শতাধিক মা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে গত মাসে করোনা আক্রান্ত মায়েদের গর্ভ থেকেই সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে ১১৫ শিশু। বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ওই শিশুদের ৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেলেও পরবর্তীতে ফলাফল নেগেটিভ আসায় হাসপাতালের ছাড়পত্র পেয়ে গেছে তারাও।
 
ভারতে করোনা আক্রান্ত শতাধিক মায়ের সুস্থ সন্তান প্রসব
মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮৪০ জনেরও বেশি মানুষ। আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারীরাও। লোকমান্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে করোনার সংক্রমণ নিয়ে সন্তান প্রসবকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মায়ের সি-সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে। আর বাকিরা প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত দুই গর্ভবতী মা হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে সন্তান প্রসবের আগেই।
 
গত মাসে হাসপাতালে জন্ম নেওয়া ১১৫ শিশুর মধ্যে ৫৬ জন ছেলে ও ৫৯ জন মেয়ে। আক্রান্ত মায়েদের মধ্যে ২২ জনকে অন্য হাসপাতাল থেকে লোকমান্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আক্রান্ত প্রসূতি মায়েদের বেশিরভাগের ক্ষেত্রেই তাদের সংক্রমণের উৎস জানা যায়নি। তারা বাড়িতে নাকি বাইরে নাকি হাসপাতাল ওয়ার্ডে সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়।
 
৪০ শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ডে করোনা আক্রান্ত মায়েদের সেবা দিয়ে যাচ্ছেন ৬৫ জন চিকিৎসক ও ২৪ জন নার্স। আক্রান্ত গর্ভবতী রোগীদের জন্য আরও ৩৪টি শয্যা বাড়ানোর পরিকল্পনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনটি অপারেশন থিয়েটারে ছয়টি বিছানায় ডেলিভারি হচ্ছে। চিকিৎসাকর্মীরা সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
 
লোকমান্য হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অরুণ নায়েক বলেন, ‘আমরা ভাগ্যবান যে করোনা পজিটিভ আসা বেশিরভাগ নারীর মধ্যেই কোনও উপসর্গ নেই। অল্প কয়েকজন জ্বর ও শ্বাসকষ্ট থাকার কথা বলেছেন। আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে ডেলিভারির পর বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ অরুণ আরও বলেন, ‘মায়েদের মধ্যে অনেক উদ্বেগ কাজ করছিলো। তারা আমাদেরকে বার বার বলছিলেন, যে তারা মরে গেলে যাবেন, কিন্তু বাচ্চারা যেন সুস্থ থাকে।’
সন্তান জন্মদানের পর মায়েদেরকে একটি বিশেষ ওয়ার্ডে রাখা হয়। এরপর আলাদা একটি কেন্দ্রে ১০ দিন ধরে কোয়ারেন্টিনে রাখা হয়। বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে আলাদা রাখা হয় না। মায়েরা ফেস মাস্ক ব্যবহার করে সন্তানদের স্তন্যপান করাতে পারেন।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…