X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে যুক্তরাষ্ট্র?

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১৫:২৪আপডেট : ২৩ মে ২০২০, ১৫:২৪

১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প প্রশাসন চীন ও রাশিয়ার বিরুদ্ধে স্বল্পপাল্লার পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তোলার পর নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একই ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে যুক্তরাষ্ট্র?

বড় বড় পারমাণবিক শক্তিগুলো পরীক্ষা নিষিদ্ধের চুক্তির মূল বিষয়গুলো এখনও মেনে চলছে। তবে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে চীন ও রাশিয়া স্বল্প পাল্লার পরীক্ষা চালাচ্ছে। তবে দেশ দুটি এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে শুক্রবার রাতে প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এবং অপর দুই সাবেক কর্মকর্তার সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীন-রাশিয়ার পরীক্ষার অজুহাতে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এখন পর্যন্ত যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই ঘটনার পর থেকে মোট আটটি দেশ মিলে দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র একাই চালিয়েছে এক হাজারের বেশি পরীক্ষা। তবে ১৯৯২ সালের সেপ্টেম্বরের পর নতুন কোনও পরীক্ষা চালায়নি দেশটি। পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষের মানুষেরা মনে করেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরীক্ষা শুরু করলে তার পরিণাম হবে ভয়াবহ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ১৫ মে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে পারমাণবিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকে এ নিয়ে কোনও সমঝোতা হয়নি। পরীক্ষা বাদ দিয়ে চীন ও রাশিয়ার তৈরি করা হুমকি অন্য কোনভাবে মোকাবিলা করা যায় কিনা তা খতিয়ে দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা