X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে যুক্তরাষ্ট্র?

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১৫:২৪আপডেট : ২৩ মে ২০২০, ১৫:২৪

১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প প্রশাসন চীন ও রাশিয়ার বিরুদ্ধে স্বল্পপাল্লার পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তোলার পর নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একই ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে যুক্তরাষ্ট্র?

বড় বড় পারমাণবিক শক্তিগুলো পরীক্ষা নিষিদ্ধের চুক্তির মূল বিষয়গুলো এখনও মেনে চলছে। তবে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে চীন ও রাশিয়া স্বল্প পাল্লার পরীক্ষা চালাচ্ছে। তবে দেশ দুটি এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে শুক্রবার রাতে প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এবং অপর দুই সাবেক কর্মকর্তার সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীন-রাশিয়ার পরীক্ষার অজুহাতে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এখন পর্যন্ত যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই ঘটনার পর থেকে মোট আটটি দেশ মিলে দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র একাই চালিয়েছে এক হাজারের বেশি পরীক্ষা। তবে ১৯৯২ সালের সেপ্টেম্বরের পর নতুন কোনও পরীক্ষা চালায়নি দেশটি। পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষের মানুষেরা মনে করেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরীক্ষা শুরু করলে তার পরিণাম হবে ভয়াবহ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ১৫ মে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে পারমাণবিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকে এ নিয়ে কোনও সমঝোতা হয়নি। পরীক্ষা বাদ দিয়ে চীন ও রাশিয়ার তৈরি করা হুমকি অন্য কোনভাবে মোকাবিলা করা যায় কিনা তা খতিয়ে দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি