X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন, বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১০:৫৪আপডেট : ২৫ মে ২০২০, ১১:০৬

অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসযজ্ঞ সরাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সহায়তা দিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার উপড়ে যাওয়া গাছ সরিয়ে রাস্তা সচল করতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কাজ করছে সেনা সদস্যরা। এদিকে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিদ্যুৎ, পানি ও মোবাইল নেটওয়ার্ক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতার সড়কে আম্পানের ধ্বংসযজ্ঞ

গত বুধবার অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশাল এলাকা। এসব এলাকার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে ঝড় বয়ে গেছে বলে জানান ভারতীয় কর্মকর্তারা। ঝড়ের তাণ্ডবে প্রায় একশ’ মানুষের মৃত্যুর পাশাপাশি বহু বাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। 

রবিবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র প্রকাশ করা ছবিতে দেখা যায় কলকাতার রাস্তায় উপড়ে পড়া গাছ অপসারণে সহায়তা করছে সেনাবাহিনী। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের পাঁচ দিন পার হওয়ার পরও বিদ্যুৎ, পানি ও মোবাইল নেটওয়ার্ক সুবিধা পুনর্বহাল না হওয়ায় রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কলকাতার নেতাজি নগরের কাছে টালিগঞ্জ ও নিউ আলিপুরের মতো কিছু এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে ঝড়ের তাণ্ডবে সৃষ্ট জঞ্জাল সরানোর পরও এসব সুবিধা পুনর্বহাল সম্ভব হয়নি। কলকাতার বাইরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষোভ হয়েছে।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিতরণ সংস্থা জানিয়েছে, পানি সরবরাহ কেন্দ্র ও হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সেবা পুনর্বহাল করা হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৭৩টি সাব স্টেশনের মধ্যে ২৪০টি মেরামত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কলকাতার ৯৪ শতাংশ এলাকায় সেবা পুনর্বহাল সম্ভব হয়েছে বলে দাবি তাদের।

এদিকে ঝড়ের ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবা পুনরায় চালু করতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে নাগরিকদের ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি এসব সেবা পুনরায় চালুর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক