X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জর্জ ফ্লয়েড হত্যা: যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভে উত্তাল আরও একটি রাত

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ০৯:০৭আপডেট : ০১ জুন ২০২০, ০৯:০৯

মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা ৬ষ্ঠ দিন বিক্ষোভ চলছে। অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসিসহ ১৫টি অঙ্গরাজ্যে সেনাবাহিনীকে সক্রিয় করা হয়েছে। মিনিয়াপোলিস ও মিনেসোটার সেন্ট পল এলাকায় আন্তঃঅঙ্গরাজ্য মহাসড়কে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছেন। নিউ ইয়র্কে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীদের দাবি, ফ্লয়েড হত্যায় জড়িত চার পুলিশ কর্মকর্তার বিচার। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপের কয়েকটি দেশেও বিক্ষোভ হয়েছে।

জর্জ ফ্লয়েড হত্যা: যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভে উত্তাল আরও একটি রাত

ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনিয়াপোলিস পুলিশ বিভাগ তাদের চার কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু তুলে দেওয়া ৪৪ বছর বয়সী ডেরেক চৌবিনও আছেন। গ্রেফতারের পর ডেরেকের বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

রবিবার সন্ধ্যায় মিনেসোটার রাজধানী সেন্ট পল-এ বিক্ষোভকারীরা জড়ো হন এবং মিছিল করেন। সন্ধ্যার শেষ দিকে কয়েক হাজার বিক্ষোভকারী কালো পোশাক পরে আরেকটি মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ ও ‘জর্জের জন্য ন্যায়বিচার’। মহাসড়কেই হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীরা কিছুক্ষণ নীরবতা পালন করে।

জেসমিন হওয়েল নামের ২৭ বছরের এক বিক্ষোভকারী এনবিসি নিউজকে বলেন, ‘এটি শান্তিপূর্ণ বিক্ষোভ। নীরবতাও শক্তিশালী হতে পারে। ঐক্য, ক্ষমতা ও সংগঠনের পাশাপাশি এই একটি বার্তাও আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি।’ তিনি জানান, সবাইকে শান্ত মনে হচ্ছে এবং এটি খুব ভঅলো সময়। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি থাকার বিষয়ে আশাবাদী তিনি।  

মিনিয়াপোলিসের বিক্ষোভ ধীরে ধীর কম সহিংসতার দিকে গড়ালেও অন্যান্য শহরে তা বাড়ছে। রবিবার রাতে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী ন্যাশনাল গার্ডের সদস্যরা বিক্ষোভ অবলোকন ও টহল দিয়েছে।

লস অ্যাঞ্জেলসের সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রাত ৮টার দিকে কারফিউ প্রত্যাহার হলে বিভিন্ন শহরে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। হান্টিংটন বিচ, সান্তা মোনিকায় লুটপাঠের খবর জানিয়েছে এনবিসি লস অ্যাঞ্জেলস। এর আগে শনিবার রাতে এখানে বিক্ষোভকারী বেশ কয়েকটি বাস দখল, অনেক প্রাইভেট কারে অগ্নিসংযোগ ও বেশ কিছু দোকানের কাঁচের জানালা ভেঙে ফেলে।

জর্জ ফ্লয়েড হত্যা: যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভে উত্তাল আরও একটি রাত

শিকাগোর বেশ কয়েকটি সড়ক ও ট্রানজিট রুট রবিবার বন্ধ ছিল। পুলিশ ও সেনাবাহিনী বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করছে। রবিবারও কারফিউ জারি থাকা শহরগুলোর মধ্যে রয়েছে সান ফ্রান্সিসকো, মিয়ামি, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, ফিলাডেলপিয়া, পিটসবুর্গ, সান আন্তোনিও, সিয়াটলসহ আরও কয়েকটি।

যুক্তরাজ্যের লন্ডনেও ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই সপ্তাহে আরও তিনটি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে লন্ডনে। এর মধ্যে একটি মার্কিন দূতাবাসের কাছে অনুষ্ঠিত হবে।

শনিবার জার্মানির বার্লিন শহরে মার্কিন দূতাবাসের কাছে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, জর্জ ফ্লয়েডের জন্য ন্যায়বিচার, আমি নিঃশ্বাস নিতে পারছি না।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যা করলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে তাকে আটক করতে গিয়েছিল পুলিশ। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ফ্লয়েড নিরস্ত্র ছিলেন।  নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন ফ্লয়েড।  

/এএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা