X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত: অমিত শাহ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ১০:১৪আপডেট : ২৯ জুন ২০২০, ১০:১৯

মার্চ মাস থেকেই কঠিন লড়াইয়ের মুখে ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ঘরবন্দি মানুষ। অন্যদিকে এ করোনার মধ্যেই সীমান্তে চীনা বাহিনীর হাতে নিহত হয় অন্তত ২০ ভারতীয় সেনা। উপগ্রহ চিত্রে ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক উপস্থিতিরও প্রমাণ মিলেছে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশবাসীকে ‘যুদ্ধজয়ের’ আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআই-এর কাছে তিনি দাবি করেছেন, মোদির নেতৃত্বে করোনা ও চীন সীমান্ত; দুই যুদ্ধই জয় করবে ভারত। মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত: অমিত শাহ

সাক্ষাৎকারে অমিত শাহের কাছে  ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার প্রবেশের বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, এখনও এ বিষয়ে কথা বলার সময় আসেনি।

তিনি বলেন, এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলব।

সাক্ষাৎকারে নাম না নিয়েই রাহুল গান্ধী ও কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, ‘এসব যুদ্ধ ছাড়াও আমরা ভারতবিরোধী যাবতীয় কর্মকাণ্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারি। কিন্তু এটাই খারাপ লাগে যে, একটি বড় রাজনৈতিক দল দেশের এই সমস্যার সময় নোংরা রাজনীতি করছে।’

রাহুল গান্ধীর ‘সারেন্ডার মোদি’র প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, এটা আসলে আত্মবিবেচনার বিষয়। এই সংকটের সময়ে উনার এবং কংগ্রেসের এমন হ্যাশট্যাগের ফায়দা তুলছে চীন-পাকিস্তান।

এদিকে ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এ নিয়ে অমিত শাহ বলেন, ভারত সরকার এই মহামারির বিরুদ্ধে যথেষ্ট ভালোভাবেই লড়াই করে চলেছে। আমি রাহুল গান্ধীকে কখনই পরামর্শ দিতে পারি না যে, এটা ওনার এবং ওনার দলের কাজ। অনেকেই বাঁকা দৃষ্টিসম্পন্ন হয়। যারা ভালো কাজেও খারাপ খুঁজে বেরায়। বিশ্বের নিরিখে যদি বিচার করি তাহলে করোনাযুদ্ধে ভারত অনেকটাই ভালো জায়গায় রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!