X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে বেলারুশ

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ২৩:২৬আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২৩:২৬

রাশিয়ার দুই ক্যামেরাম্যানকে ফেরত পাঠানোর পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড (কাজের অনুমতি পত্র) প্রত্যাহার করে নিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ। এদের মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দুই সাংবাদিকও রয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে নতুন করে দেশটিতে বিক্ষোভ শুরু হতে যাওয়ার আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বেলারুশ সরকারের মুখপাত্র আনাতোলি গ্লাজ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশের সন্ত্রাসবাদ দমন ইউনিটের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ওপর বেলারুশ পুলিশের নজরদারি

গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। এ মাসে অনুষ্ঠিত এক নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। গত ২২ আগস্টেও রাজধানী মিনস্কে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। তবে এখনও নরম হতে নারাজ প্রেসিডেন্ট লুকাশেনকো। বিক্ষোভকারীদের ইদুর আখ্যা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রেস টিম জানিয়েছে, তাদের রুশ সার্ভিসের জন্য মিনস্কে কর্মরত দুই সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক টুইট বার্তায় বিবিসি কর্তৃপক্ষের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি নিজ দেশের ঘটনাবলী নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাওয়া বেলারুশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অ্যাক্রিডিটেশন কার্ড হারানোদের মধ্যে রয়েছেন বিবিসির সাংবাদিক তাতিয়ানা মেলনিচাক। তিনি এএফপিকে বলেন, ‘বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ডেকে পাঠিয়ে আমার এবং বিবিসিতে কর্মরত আরেক সহকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানায়। তারা আমাকে কার্ডটি ফিরিয়ে দিতে বলে।’

বেলারুশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদ দমন ইউনিটের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কতজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু বিবিসি ছাড়াও ইউরোপভিত্তিক স্টেশন রেডিও লিবার্টির তরফ থেকে তাদের সাংবাদিকদের কার্ড বাতিলের তথ্য জানানো হয়েছে।

এদিকে পশ্চিম জার্মানির সম্প্রচার কোম্পানি পরিচালিত টেলিভিশন স্টেশন এআরডি টিভি’তে কর্মরত এক রাশিয়ার ক্যামেরাম্যান এবং বেলারুশের এক প্রযোজককে গত শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়। স্টেশনটির কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ক্যামেরাম্যানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে মস্কোতে ফেরত পাঠিয়ে দিচ্ছে বেলারুশ কর্তৃপক্ষ আর প্রযোজককে আগামী সোমবার বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া গত শুক্রবার সুইডিশ ফটোগ্রাফার পল হ্যানসেনকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে বেলারুশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
তিন বছর পর ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনা
আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেন
সর্বশেষ খবর
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন