X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পরিবেশবাদীদের অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭

পরিবেশবাদী বেশ কিছু সংস্থা ও ব্যক্তির অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। নিজেদের প্লাটফর্মে জলবায়ু বিজ্ঞান সংক্রান্ত ভূয়া তথ্যের প্রবাহ ঠেকানোর ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যে এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। অ্যাকাউন্ট বাতিল হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে গ্রিনপিস ইউএসএ, ক্লাইমেট হকস ভোট এবং রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্ক। অ্যাকটিভিস্টরা বলছেন, বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার হরণের অভিযোগে আদিবাসী, জলবায়ু ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ব্যক্তির অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পরিবেশবাদীদের অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক

যেসব ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ বাতিল করেছে সেগুলো গত বছরের মে মাস থেকে কেকেআর অ্যান্ড কো নামে একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। প্রতিষ্ঠানটি কানাডার উত্তর ব্রিটিশ কলম্বিয়ায় ৬৭০ কিলোমিটার দীর্ঘ একটি উপকূলীয় গ্যাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। ওই নির্মাণ কাজের বিরুদ্ধেই সরব হয় এসব ব্যক্তি ও সংস্থা।

ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিলি নিকাল নামের এক অ্যাকটিভিস্ট। তিনি বলেন, ‘ফেসবুকে চরম সহিংসতার ভিডিও, উগ্র ডানপন্থী মতাদর্শ এবং উইসনকনসিনের কেনোসায় মিলিশিয়াদের সহিংসতার আহ্বান থাকতে দেওয়া হচ্ছে। কিন্তু কেবল একটি অনলাইন পিটিশন পোস্ট করার কারণে আমাদের নিষিদ্ধ করা হয়েছে আর স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।’

বাতিল হওয়া বেশকিছু অ্যাকাউন্ট পরে পুনর্বহাল করা হয়েছে। যদিও এখনও বেশ কিছু বাতিল রয়েছে। তবে এই বিষয়ে কোনও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয়নি ফেসবুক। তবে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘ভুলক্রমে আমাদের সিস্টেম এসব অ্যাকাউন্ট ও কন্টেন্ট মুছে দেয়। পরে সেগুলো ফিরিয়ে আনা হয়েছে আর প্রোফাইল চিহ্নিত করার কোনও সীমাবদ্ধতা আমরা তুলে নিয়েছি।’

তবে সপ্তাহখানেক আগে জলবায়ু বিজ্ঞান নিয়ে ভুল তথ্য প্রবাহ ঠেকানোর ঘোষণা দেয় ফেসবুক। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘আমরা জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া