X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইরানের অভিযোগ প্রত্যাখ্যান সৌদি আরবের

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৪:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৪:২৯

পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেহ হত্যাকাণ্ড নিয়ে ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এ হত্যাকাণ্ডের সঙ্গে রিয়াদকে জড়ানোর কঠোর সমালোচনা করেছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে ইরানের অভিযোগের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরেন তিনি। ইরানের অভিযোগ প্রত্যাখ্যান সৌদি আরবের

আদেল আল জুবায়ের বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ তার দেশের যে কোনও নেতিবাচক ঘটনার জন্য সৌদি আরবকে দোষারোপ করতে মরিয়া হয়ে থাকেন। তিনি কি ইরানের পরবর্তী ভূমিকম্প বা বন্যার জন্যও আমাদের দোষারোপ করেবেন?‌’

এই টুইটের মধ্য দিয়ে মূলত সোমবার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের জবাব দিলেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানি পররাষ্ট্র বলেছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের যে বৈঠক হয়েছে মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে তার ভূমিকা থাকতে পারে।

ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে জারিফ বলেন, তাড়াহুড়া করে এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবে ত্রিপক্ষীয় বৈঠক এবং নেতানিয়াহুর বক্তব্য একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দুর্ভাগ্যক্রমে শুক্রবারের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় দেশের একজন শীর্ষ নির্বাহীর শাহাদাত বরণের মাধ্যমে এই ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটেছে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে শত্রু হিসেবে বিবেচনা করে ইসরায়েল ও সৌদি আরব। এমনকি রিয়াদের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের নিন্দা জানালেও এখনও পর্যন্ত সরাসরি কোনও নিন্দা জানায়নি সৌদি আরব। তবে রুশ সংবাদমাধ্যম আরটি-কে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে জাতিসংঘে নিযুক্ত সৌদি দূত বলেছেন, হত্যাকাণ্ডের নীতির প্রতি তার দেশের কোনও সমর্থন নেই।

ইসরায়েলি এবং পশ্চিমা অনেক মিডিয়ায় গত রবিবার সৌদি আরবের নিওম শহরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গোপন বৈঠকের খবর প্রচারিত হয়। এতে বলা হয় ইরান নিয়ে তাদের দুই দেশের উদ্বেগ নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। ফলে ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ওই বৈঠকের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। কেননা, ইসরায়েল ও সৌদি আরব দুই দেশই ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের ঘোর বিরোধী। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!