X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সন্তোষজনক: আইএইএ

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৫০

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার বিশ্বের ছয় পরাশক্তি রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ ইরান নিয়েছে- জাতিসংঘের পর্যবেক্ষক দল আইএইএ-এর এই ঘোষণার পর এ পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ভিয়েনাতে আইএইএ-এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহারের ফলে বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত এবং আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি জানান, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় চুক্তি অনুসারে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের ওপর পারমানবিক কর্মসূচি সংক্রান্ত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ভিয়েনাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি বলেন, ইরান চুক্তি অনুযায়ী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেছে। এতে ইরানি জনগণের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

গত জুলাইয়ে সাক্ষরিত চুক্তি বাস্তবায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বন্ধু রাষ্ট্র এবং পুরো বিশ্ব পারমাণবিক হুমকি থেকে রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন কেরি।

জাতিসংঘ পর্যবেক্ষক দলের ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি জাতিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

গত বছর জুলাইয়ে ইরান ও বিশ্বের ছয় পরাশক্তির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির রূপরেখা এমনভাবে করা হয়েছে যাতে করে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়েছে। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না।

/এএ/

সম্পর্কিত
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫