চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এক নতুন মাত্রা যুক্ত হলো। এক কৌশলগত জোটের ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী টেড ক্রুজ এবং জন কাসিচ। মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে আটকাতেই তারা জোটবদ্ধ হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
রবিবার রাতে দুটি বিবৃতিতে ক্রুজ এবং কাসিচের নির্বাচনি শিবির জানিয়েছে, টেড ক্রুজ ইন্ডিয়ানায় তার প্রচারণায় মনোযোগ দেবেন, সেখানে কাসিচ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। অপরদিকে, ওরেগন এবং নিউ মেক্সিকোর দলীয় প্রতিদ্বন্দ্বিতায় কাসিচকে ছাড় দেবেন ক্রুজ।
আরও পড়ুন: যুক্তরাজ্যের ‘ব্রেক্সিট’-এর বিপক্ষে ওবামা-হিলারির শক্ত অবস্থান
ক্রুজ শিবিরের ব্যবস্থাপক জেফ রো বলেন, ‘আমাদের প্রচারণা এখন পুরোপুরিভাবে ইন্ডিয়ানায় নিবদ্ধ। এর বিপরীতে ওরেগন এবং নিউ মেক্সিকোর বাছাই দৌড়ে সরে দাঁড়িয়ে আমরা কাসিচের পথ পরিষ্কার করে দিয়েছি। সেই সঙ্গে আমরা আশা করছি, দুই পক্ষের মিত্রদের সহযোগিতায় আমরা জয় লাভ করবো।’
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
কাসিচ শিবিরের কৌশলগত নির্ধারক জন ওয়েভার বলেছেন, ‘ইন্ডিয়ানা প্রাইমারিতে বিজয়ী প্রার্থী সকল ডেলিগেটের সমর্থনও জিতে নেন। আর এজন্য ট্রাম্পকে ক্লিভল্যান্ড প্রাইমারির আগে প্রয়োজনীয় ১ হাজার ২৩৭ জন ডেলিগেটের সমর্থন লাভ করা থেকে বিরত রাখতেই ইন্ডিয়ানায় ক্রুজকে ছাড় দেওয়া হচ্ছে।’
যদিও ট্রাম্প শিবির থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। তবে ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘বাহ, মাত্র শুনলাম আমার রিপাবলিকান মনোনয়ন আটকাতে টেড আর কাসিচ আঁতাত করেছেন।’
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের খবর
উল্লেখ্য, ইন্ডিয়ানা প্রাইমারি অনুষ্ঠিত হবে আগামী মাসের ৩ তারিখ। আর ওরেগন এবং নিউ মেক্সিকো প্রাইমারি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ মে এবং ৭ জুন। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এসএ/