X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

লন্ডন ব্রিজ হামলা: উসমান চক্রের ২ সদস্যের জন্ম বাংলাদেশে

অদিতি খান্না, যুক্তরাজ্য
০২ ডিসেম্বর ২০১৯, ২০:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:১৬

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলাকারী জঙ্গি উসমান খানের নেতৃত্বে পরিচালিত ৯ সদস্যের জঙ্গি চক্রের দুইজন বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক। তবে কোনও দুজন তা জানা যায়নি। 

লন্ডন ব্রিজ হামলা: উসমান চক্রের ২ সদস্যের জন্ম বাংলাদেশে

২৯ নভেম্বর রাতে রাতে লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়। ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতে নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

লন্ডন পুলিশ দাবি করেছে, শনিবার (৩০ নভেম্বর) স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা ২৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক উসমানকে লন্ডন ব্রিজের হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে তারা। যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করা উসমানের কৈশোর কেটেছে পাকিস্তানে। কোনও প্রাতিষ্ঠানিক সনদ নেই তার। মা অসুস্থ হওয়ায় ওই সময় সে পাকিস্তানে অবস্থান করেন। পরে লন্ডনে ফিরে ইন্টারনেটে উগ্রবাদ প্রচারে নামে। পুলিশের দাবি, উসমান আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী।

এই জঙ্গি চক্রের বেশিরভাগ সদস্য  লন্ডন স্টক এক্সচেঞ্জে বোমা হামলা ও তৎকালীন লন্ডন মেয়র বরিস জনসনের মতো ভিআইপির লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগে ২০১২ সালে দোষী সাব্যস্ত হয়েছে। এদের অধিকাংশ পাকিস্তানি বংশোদ্ভুত হলেও দুজনের জন্ম বাংলাদেশে।

এই জঙ্গি চক্রকে ‘নাইন লায়ন’ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ওই সময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার অনুপ্রেরণায় জঙ্গিবাদে জড়ালেও সংগঠনটির সদস্য ছিল না তারা।

এই জঙ্গিদের বিরুদ্ধে রায় ঘোষণার সময় বিচারক সবাইকে ইসলামি উগ্রবাদী হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু উসমান খানকে আলাদা করে বিপজ্জনক অভিহিত করা হয় রায়ে। শুক্রবার লন্ডন ব্রিজে হামলার সময় পুলিশের গুলিতে সে নিহত হয়েছে।

ওই রায়ে বিচারক অ্যালান উইলকি বলেছেন, আমার বিবেচনায় দীর্ঘ কারাবাস শেষেও জনগণের জন্য ঝুঁকি হিসেবে বিরাজ করবে এই আসামীরা। তারা এতই ঝুঁকিপূর্ণ যে শুধু অনির্দিষ্ট সাজাই হতে পারে উপযুক্ত।

হামলার পর জানা গেছে,  অনির্দিষ্ট সাজার বিরুদ্ধে আপিল করে খান এবং ইলেক্ট্রনিক ট্যাগসহ আগাম মুক্তি পায়। এই ঘটনায় উসমান খানের ঘনিষ্ঠ সহযোগী নাজাম হোসাইনকে কারাগারে ডাকা হয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা বিপজ্জনক কয়েদিদের বিষয়ে পর্যালোচনা শুরুর পর এই উদ্যোগ নেওয়া হয়।

 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
পূর্ব লন্ডনে ছেলের হাতে বাংলাদেশি মা খুন
সর্বশেষ খবর
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!