X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তোমার কি সান্তা ক্লজে বিশ্বাস আছে: শিশুকে ট্রাম্পের প্রশ্ন

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪১
image

বড়দিন উপলক্ষে এক শিশুর সঙ্গে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেছেন, ‘তমি কি এখনও সান্তা ক্লজ আছে বলে বিশ্বাস করো?’ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, এমন প্রশ্ন করে একটি শিশুকে দ্বিধায় ফেলে দিয়েছেন ট্রাম্প। ফোনালাপে থাকা শিশুটি শেষ পর্যন্ত ঠিক কি বলেছি তা জানা নাগেলেও উপস্থিত একজন সাংবাদিক ট্রাম্পকে বলতে শুনেছেন, ‘সাত বছর তো এমন একটা বয়স যখন যখন শিশুরা বড় হয়ে যায়, তাই না?’ তোমার কি সান্তা ক্লজে বিশ্বাস আছে: শিশুকে ট্রাম্পের প্রশ্ন

যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর উপলক্ষে সান্তা ক্লজ সেজে শিশুদের উপহার দেওয়া হয়। যিশু খ্রিস্টের জন্মদিনের সঙ্গে সরাসরি এর সম্পর্ক না থাকলেও নিউজ এইট্টিন জানিয়েছে, সান্তা ক্লজ চরিত্রটির উৎপত্তির সঙ্গে জড়িয়ে আছে ২৮০ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কভুক্ত এলাকায় জন্ম নেওয়া একজন খ্রিস্টান সাধুর কর্মকাণ্ড। সেইন্ট নিকোলাস নামের ওই সাধু দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সহায়তা করতেন। এর মাধ্যমে তিনি তার সব সম্পত্তি বিলিয়ে দেন। ধীরে ধীরে তার নাম খ্যাতি পেতে থাকে শিশু ও নাবিকদের রক্ষক হিসেবে। সেখান থেকেই সান্তা ক্লজের চরিত্রটির জন্ম, যে বড়দিনে শিশুদের বিভিন্ন উপহার দেয় ।

২৫ ডিসেম্বর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন ফোনালাপের মাধ্যমে। সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক কেভিন ডায়াজ। তার সাক্ষ্য অনুসারে ট্রাম্পের কথোপকথন ছিল এরকম, ‘হ্যালো, তুমি কি কোলম্যান? মেরি ক্রিসমাস। তুমি কেমন আছো? তোমার বয়স কত? স্কুল তোমার কেমন লাগে? তুমি কি এখনও সান্তা ক্লজে বিশ্বাস করো?’

এর জবাবে কোলম্যান নামের শিশুটি কী জবাব দিয়েছিল, তা জানান না গেলেও, ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘সাত বছর তো এমন একটা বয়স যখন যখন শিশুরা বড় হয়ে যায়, তাই না?’

ট্রাম্পের প্রশ্নের প্রতিক্রিয়ায় বিবিসি সান্তা ক্লজের কয়েকটি ছবি যুক্ত করে তাদের প্রতিবেদনে লিখেছে, সান্তা ক্লজের অস্তিত্ব সম্পর্কে কোনও সন্দেহই করা যায় না! তিনি অবশ্যই আছেন! বিশ্বজুড়ে তোলা এতো এতো ছবিই তার অস্তিত্ব প্রমাণ করে!’

/এএমএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ