X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টিকাদানে সাফল্যের প্রতি হুমকি করোনার নতুন ভ্যারিয়েন্ট: সিডিসি

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৫:২০আপডেট : ০২ মার্চ ২০২১, ১৫:২০
image

করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চতুর্থ দফায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান তাকে উদ্বিগ্ন করে তুলেছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটির টিকা কর্মসূচীর অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানান গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার করে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সংখ্যা খুব বেশি বলে জানান তিনি। একই সময়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, ‘দয়া করে আমার কথা স্পষ্টভাবে শুনুন: নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে এই মাত্রার আক্রান্ত হতে থাকলে, কষ্ট করে যে সাফল্য অর্জন করা গেছে তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবো।’

করোনাভাইরাসের বেশ কয়েকটি নতুন ধরন বা ভ্যারিয়েন্ট রয়েছে। তবে অতি সংক্রামক কয়েকটি ভ্যারিয়েন্ট নিয়েই বেশি উদ্বিগ্ন স্বাস্থ্য কর্মকর্তারা। এগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায় ও ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ধরনগুলো। যুক্তরাজ্যে প্রথম পাওয়া অতি সংক্রামক বি.১.১.৭ ভ্যারিয়েন্ট এই মাসে যুক্তরাষ্ট্রের প্রধানতম ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে।

এইসব তথ্য জানিয়েছে ডা. ওয়ালেনস্কি বলেন,মানুষকে করোনা থেকে সুরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো সরে আসার প্রতিবেদন দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। তিনি বলেন, ‘সম্ভাব্য চতুর্থ সংক্রমণের ঢেউ বন্ধ করার সামর্থ্য আমাদের আছে। অনুগ্রহ করে নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকুন।’

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দুই কোটি ৮০ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। আর এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের।

/জেজে/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু