X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মার্কিন ধনকুবেরদের আয়কর ফাঁকির নথি ফাঁস

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ২১:৪৬আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৪৬
image

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবেরদের আয়কর ফাঁকি দেওয়ার নথি ফাঁস হয়েছে। দেশটির নিউজ ওয়েবসাইট প্রোপাবলিকায় ফাঁস হয়েছে জেফ বেজোস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেটের মতো দুনিয়ার শীর্ষ ধনীদের আয়কর ফাঁকির তথ্য। এসব নথিতে দেখা গেছে এসব ধনকুবের খুব সামান্য পরিমাণ আয়কর দিয়ে থাকেন। তবে এই নথি ফাঁসকে বেআইনি আখ্যা দিয়ে হোয়াইট হাউজ জানিয়েছে, এই বিষয়ে এফবিআই এবং ট্যাক্স কর্তৃপক্ষ তদন্ত করছে।

প্রোপাবলিকা দাবি করেছে, অভ্যন্তরীণ রাজস্ব সেবার বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করছে তারা। ভবিষ্যতে আরও তথ্য ফাঁস করা হবে। ওয়েবসাইটটি জানিয়েছে, অ্যামাজনের জেফ বেজোস ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আয়কর দেননি। আর টেসলার ইলন মাস্ক ২০১৮ সালে কোনও আয়কর পরিশোধ করেননি।

প্রোপাবলিকা জানিয়েছে, আমেরিকান সাধারণ কর্মীরা গড়ে তাদের মোট আয়ের ১৫.৮ শতাংশ আয়কর দেন। অন্যদিকে দেশটির শীর্ষ ২৫ ধনী এর চেয়েও কম কর দিয়ে থাকেন। প্রোপাবলিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং সম্পাদক জেসি ইসিংগার বলেন, ‘অতিরিক্ত ধনীরা সম্পূর্ণ আইনি পথে কর এড়িয়ে যেতে পারেন। সিস্টেমের ফাঁকফোকর খুঁজে বের করা, ক্রেডিট খোঁজা বা ছাড় খুঁজে বের করার ক্ষমতা তাদের সত্যিই অসাধারণ।’

এসব ফাঁকফোকর ব্যাখ্যা করতে গিয়ে জেসি ইসিংগার বলেন জানান, কোম্পানিতে তাদের শেয়ারের মাধ্যমে মোট সম্পদের পরিমাণ যখন হু ‍হু করে বাড়তে থাকে তখন সেগুলো তাদের আয় হিসেবে গণনায় আসে না। তিনি আরও বলেন, ‘এর বাইরেও তারা খুবই বেপরোয়াভাবে কর ছাড়ের সুবিধাগুলো নেন। কারণ, তারা চাইলেই তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য সহজেই ঋণ নিতে পারেন।’

প্রোপাবলিকা যাদের আয়করের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের নামও আছে। তিনি বলেন, এভাবে গোপন তথ্য ফাঁস হওয়ায় ‘ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার সুরক্ষা’ নিয়ে উদ্বেগ দেখা দেবে। কিভাবে এসব নথি ফাঁস হলো তা খতিয়ে দেখতে আইনি পথ নেবেন বলেও জানান তিনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন গোপনীয় সরকারি তথ্য যে কোনও ভাবেই প্রকাশ করা বেআইনি। রাজস্ব বিভাগের মুখপাত্র লিলি অ্যাডামস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে এফবিআই, কেন্দ্রীয় বিচারবিভাগ এবং দুইটি অভ্যন্তরীণ পর্যবেক্ষক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সকলেই স্বাধীনভাবে বিষয়টি খতিয়ে দেখবে।

/জেজে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক