X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘আর পারি না গো বাবা’

সাদ্দিফ অভি
২১ জুলাই ২০২১, ০৯:০০আপডেট : ২১ জুলাই ২০২১, ০৯:০০

২০ জুলাই মঙ্গলবার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হুইলচেয়ারে বসে আর্তনাদ করছেন এক নারী। বার বার বলছেন একই কথা– আর পারি না, বাবা গো। পরিবারের কয়েকজন সঙ্গেই আছেন। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন তার স্বামী। সব শুনে চিকিৎসক বললেন, ওই নারীকে কিডনি হাসপাতালে নিতে হবে। তার ডায়ালাইসিসের প্রয়োজন। সঙ্গে আবার করোনার অন্যতম উপসর্গ শ্বাসকষ্টও আছে তার। স্বামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তার কিডনির সমস্যা। ডায়ালাইসিসই লাগবে। গতকাল থেকে শ্বাসকষ্ট। এখন কিডনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। করোনা আছে কিনা জানি না।’

মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকেই দেখা যায়, ঢামেক হাসপাতালে রোগী আসছে ও মৃতদেহ বের হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, এই হাসপাতালে কোনও আইসিইউ বেডই খালি নেই।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বেডের জন্য সিরিয়াল আছে। কেউ মারা গেলেই বেড খালি হচ্ছে। সেখানে আবার সিরিয়াল অনুযায়ী নেওয়া হচ্ছে রোগী।

দেশে করোনা মহামারি এখন চরম সংকটময় মুহূর্তে আছে। মাত্র সাতদিন আগেই দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। গত আটদিনে শনাক্ত হয় প্রায় সাড়ে ৮৭ হাজার। প্রতিদিন গড়ে প্রায় ১১ হাজার করে শনাক্ত হচ্ছে। রোগীর সঙ্গে বাড়ছে হাসপাতালের বেড সংকটও।

মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। এখন প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ২০০ জনের বেশি। একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৩১ জন। যেটি গতকালই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

‘আর পারি না গো বাবা’

মাদারীপুর থেকে চিকিৎসা নিতে মাত্র দুদিন আগেই ভর্তি হয়েছিলেন কেরামত আলী। বয়স ৫৫ বছর। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়েই এসেছিলেন ঢাকা পর্যন্ত। দুদিন পর ঢলে পড়েন মৃত্যুর কোলে।

এদিকে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে মানুষ। ঢাকা মেডিক্যালে যারা আসছেন, তাদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। তাদের বেশিরভাগই আবার জানেন না রোগী করোনা আক্রান্ত, নাকি মৌসুমি ঠান্ডা জ্বর।

/এফএ/
সম্পর্কিত
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি