X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় দুই চিকিৎসকের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২১:০০

ভারতীয় দুই চিকিৎসক জায়পাল রেড্ডি ও অমিত পাটিলের রোগী দেখানো, পরামর্শ ও এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বুধবার (৫ জানুয়ারি) এ বিষয়ে রাজশাহী পুলিশ প্রশাসন বরাবর চিঠি দেয় বিএমডিসি।

বিএমডিসি’র রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উল্লেখিত চিকিৎসকরা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করেন নাই। আর এ অবস্থায় এই দুই বিদেশি চিকিৎসক তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে গেলে সেটা আইনের পরিপন্থী হবে। এ বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৬১ নম্বর আইনটি আপনার অবগতির জন্য দেওয়া হলো জানিয়ে চিঠিতে বলা হয়, নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ। অন্য কোনও আইনে যাই থাকুক না কেন, এই আইনের অধীনে নিবন্ধন ব্যতীত কোনও মেডিক্যাল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক অ্যালোপ্যাথি চিকিৎসা করতে, অথবা নিজেকে মেডিক্যাল চিকিৎসক বা ক্ষেত্রমতে ডেন্টাল চিকিৎসক বলে পরিচয় দিতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তি এ আইন লঙ্ঘন করলে তা হবে অপরাধ এবং এ জন্য তিনি তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আর ভারতীয় এই দুই চিকিৎসকের বিষয়ে বিএমডিসিকে অবহিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, এক দেশের চিকিৎসক চাইলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অন্যদেশে গিয়ে রোগী দেখতে পারেন না। অথচ প্রচলিত আইনের তোয়াক্কা না করে ভারতের কিছু তথাকথিত বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের কতিপয় অসাধু ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে রোগী দেখে আসছিলেন।

এফডিএসআরের পক্ষ থেকে আমরা শুরু থেকেই বাংলাদেশে অনুমতিবিহীন বিদেশি ডাক্তারদের অবৈধ প্র্যাক্টিসের বিরোধিতা করে এসেছি জানিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজশাহীতে দুজন ভারতীয় চিকিৎসকের রোগী দেখা নিয়ে একটি বিজ্ঞাপন আমাদের চোখে পড়লে আমরা বিএমডিসিকে জানাই।

তারই প্রেক্ষিতে বিএমডিসি পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, অনুমতিবিহীন কোন বিদেশি চিকিৎসক বাংলাদেশে রোগী দেখতে পারেন না। এটা আইনত অপরাধ। এই আইনের ব্যত্যয় মেনে নেয়া হবে না।

/জেএ/এমএস/
সম্পর্কিত
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা