X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মাইগ্রেশন পাচ্ছেন কেয়ার মেডিক্যালের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:০২

সুষ্ঠু একাডেমিক পরিবেশ না থাকাসহ নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয়েছে মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন। এই অনুমোদন বাতিল ও মাইগ্রেশনের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন সেখানকার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। তাই এখন তাদের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের কাজ শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন অধিফদতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ।

স্বাস্থ্য শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,  গত ২৩ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে কেয়ার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত কেয়ার মেডিক্যাল কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মাইগ্রেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাইগ্রেশনের কাজ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

অনুমোদন বাতিলের পর ২ নভেম্বর জারি করা চিঠিতে বলা হয়, যে সব বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীদের মাইগ্রেশন করা হবে, সে সব প্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে মাইগ্রেশন করতে হবে।

বিএমডিসির শর্ত অনুযায়ী ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, রোগী ও চিকিৎসক। কলেজটিতে ব্যাপক শিক্ষক সংকট, কলেজ থেকে হাসপাতালের দূরত্ব অনেক। এসব কারণে কেয়ার তৃতীয় ব্যাচ থেকে বিএমডিসি কলেজটির অনুমোদন বাতিল করে দিয়েছে। এর পর থেকেই মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে প্রতিষ্ঠানটির মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমার কক্ষের সামনে অবস্থান নেন তারা। মাইগ্রেশনের দাবিতে তাকে সারারাত অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দাবিতে রাতজুড়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। পরে দাবির মুখে ২৮ আগস্ট ভোরে দাবি মেনে নিয়ে শনিবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে মাইগ্রেশনের কাগজে সই করেন কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমা।

আরও পড়ুন: কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল

/এসও/এমএস/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
মুন্সীগঞ্জে হচ্ছে মেডিক্যাল কলেজ, দু-এক মাসের মধ্যে কাজ শুরু হতে পারে
সর্বশেষ খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ