X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

শিশুর পেট থেকে বিরল টিউমার অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ২৩:১৬আপডেট : ২৭ মে ২০২৩, ২৩:১৬

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ইমরান হোসেন নামে ৭ বছরের এক শিশুর পেট থেকে দুই কেজি ওজনের বিরল টিউমার অপসারণ করা হয়েছে। হাসপাতালটিতে খুব অল্প খরচে এ অপারেশন করা হয়। রোগী এখন সম্পূর্ণ সুস্থ ও বিপদমুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। চিকিৎসায় ব্যয় হয়েছে মাত্র ২৮ হাজার টাকা।

শনিবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য জানান।

রোগীর অস্ত্রপচার করেন গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. আকরাম হোসেনের নেতৃত্বে একদল চিকিৎসক। এই টিমে আরও ছিলেন– অ্যানেস্থেসিয়ায় কনসালটেন্ট ডা. গোলাম রাব্বানী, সহকারী অধ্যাপক ডা. নাজিবুল ইসলাম, ডা. সিরাজ শাওন, ডা. জনি, ডা. জেরিন, ডা. ফুয়াদ প্রমুখ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোলার তজিমুদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামুল্লা সাস্তাকান্দি গ্রামের সিএনজি চালক আমির হেসেন ও গৃহিনী রুমা আক্তারের দুই ছেলে দুই মেয়ে। তৃতীয় সন্তান সাত বছর বয়সী ইমরান হোসেনের পাঁচ বছর আগে পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। গত এক বছর আগে আল্টাসাউন্ড ও সিটি স্ক্যানের মাধ্যমে রোগটি ধরা পড়ে। এক মাস আগে মুগদা সরকারি হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শিশু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ২৭ দিন শিশু হাসপাতালে অপেক্ষার পর অপারেশনের তারিখ না পেয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক মো. আকরাম হোসেনের অধীনে ভর্তি হন। ডাক্তার রোগীর সবকিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বিপদ বুঝে সময়ক্ষেপণ না করে গত ২৩ মে দুই ঘণ্টাব্যাপী পুরো অ্যানেস্থেসিয়ার মাধ্যমে তার পেটে সফল অস্ত্রোপচার করে ২ কেজি ওজনের টিউমার অপসারণ করেন।

এরপর শনিবার (২৭ মে) দুপুরে ফলোআপ দেখতে এসে প্রফেসর ডা. আকরাম হোসেন বলেন, ‘রোগীর টিউমার অস্বাভাবিকভাবে দ্রুত সময়ে যেভাবে বেড়ে যাচ্ছিল অপারেশন দেরিতে করলে জীবন বিপন্ন হওয়া ছাড়াও টিউমার থেকে জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পেট থেকে ২ কেজি ওজনের টিউমার অপারেশনের কারণে শিশুটি এখন বিপদমুক্ত। আশাকরি এখন শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।

তিনি আরও বলেন, এ ধরনের বড় টিউমারের রোগী সারা দেশে বছরে খুব বেশি অপারেশন হয় না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যসব বেসরকারি হাসপাতাল থেকে গণস্বাস্থ্য হাসপাতাল অনেক সাশ্রয়ী। মাত্র ২৮ হাজার টাকা খরচে এ অপারেশন করা হয়। বাংলাদেশে অন্য সব বেসরকারি হাসপাতালে এ ধরনের টিউমার অপারেশনে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ লাগে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে ‘জননীর জন্য পদযাত্রা’
ক্যান্সার রোগীদের হতাশা কাটিয়ে উঠতে মানসিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিহার্য
গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হলো দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগ
সর্বশেষ খবর
তাজকিন আহমদকে সাতক্ষীরা পৌর মেয়র হিসেবে ক্ষমতায়নের ব্যবস্থা নিতে আইনি নোটিশ
তাজকিন আহমদকে সাতক্ষীরা পৌর মেয়র হিসেবে ক্ষমতায়নের ব্যবস্থা নিতে আইনি নোটিশ
প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫
প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫
স্বচ্ছতার সঙ্গে বিচারক নিয়োগ করতে হবে: ব্যারিস্টার কায়সার কামাল
স্বচ্ছতার সঙ্গে বিচারক নিয়োগ করতে হবে: ব্যারিস্টার কায়সার কামাল
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা