X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হলো দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগ

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের অধীনে দেশে প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগের যাত্রা শুরু হলো আজ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের প্রকল্পের আওতায় এই বিভাগের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৬ নম্বর সড়কের গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ষষ্ঠ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা।

বিশেষায়িত ক্যানসার প্রতিরোধ বিভাগের প্রকল্প সমন্বয়কারী ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো এখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ চালু হলো। পৃথিবীর এমন কোনও হাসপাতাল নেই, যেখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ নাই। আর বাংলাদেশে এমন একটিও হাসপাতাল পাওয়া যাবে না। প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছিলেন, কিছু কাজ শুরু হয়েছিল। কিন্তু তার স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেননি। সেই অসমাপ্ত স্বপ্ন পূরণের দিকে আমরা কাজ করে যাচ্ছি। আগে থেকেই এখানে একটি ডে-কেয়ার সেন্টার চালু আছে, যেখানে শিশু ও বড়দের কেমোথেরাপি দেওয়া হয়। আমরা তিনটি ধাপে এই ক্যানসার হাসপাতাল চালু করতে চাই। তার একটি হচ্ছে এই বিভাগ। এখানে আমরা ব্যাপক আকারে সচেতনতা কার্যক্রম চালু করতে চাই। এই সপ্তাহ থেকে আশা করি আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি কয়েক দিনের মধ্যে সেবার হার প্রকাশ করা হবে। সরকারিভাবে ওরাল ক্যানসার, ক্লিনিক্যাল ব্রেস্ট ও ভায়া ফোর সারভিকাল ক্যানসার পরীক্ষা ফ্রি করা হয়। সেটি এখানেও ফ্রি। মানে যারা বলবেন সামর্থ্য নেই তাদের জন্য। আর যারা মধ্যম আয়ের তাদের জন্য একটা ফি থাকবে, দিতে চাইলে দেবেন। 

তিনি আরও জানান, একটি মধ্যম মানের ক্লিনিকে ব্রেস্ট ক্যানসারের সার্জারিতে যে খরচ লাগে তার অর্ধেক খরচে এখানে সার্জারি হবে। ২০২৪ সালের মধ্যেই মিরপুর সাড়ে ১১ নম্বরে গণস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে বহির্বিভাগ, স্ক্রিনিং এবং দূরদূরান্তের রোগীদের জন্য অল্প খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থাসহ প্রাথমিকভাবে গণস্বাস্থ্য ক্যানসার নিবাস চালু করবো। এছাড়া আমাদের অন্যান্য এলাকার হাসপাতালে আসা যাওয়ার জন্য নামমাত্র ভাড়ায় পরিবহনের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, সাধারণ মানুষ ক্যানসার চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে ক্যানসার হাসপাতাল তৈরি করেও এর বিস্তার থামানো যাবে না। করোনার সময় প্রমাণিত হয়েছে, চিকিৎসাভিত্তিক সেবা দিয়ে মানুষকে সুস্থ রাখা যায় না। সুতরাং প্রতিরোধ জরুরি।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সেগুনবাগিচায় ক্যানসার আক্রান্ত বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ
ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হলো ব্লাড ক্যানসার সেন্টার
৩৫-৩৯ বয়সের নারীদের মধ্যে এইচপিভি সংক্রমণ বেশি: গবেষণা
সর্বশেষ খবর
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট