X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হলো দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগ

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের অধীনে দেশে প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগের যাত্রা শুরু হলো আজ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের প্রকল্পের আওতায় এই বিভাগের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৬ নম্বর সড়কের গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ষষ্ঠ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা।

বিশেষায়িত ক্যানসার প্রতিরোধ বিভাগের প্রকল্প সমন্বয়কারী ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো এখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ চালু হলো। পৃথিবীর এমন কোনও হাসপাতাল নেই, যেখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ নাই। আর বাংলাদেশে এমন একটিও হাসপাতাল পাওয়া যাবে না। প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছিলেন, কিছু কাজ শুরু হয়েছিল। কিন্তু তার স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেননি। সেই অসমাপ্ত স্বপ্ন পূরণের দিকে আমরা কাজ করে যাচ্ছি। আগে থেকেই এখানে একটি ডে-কেয়ার সেন্টার চালু আছে, যেখানে শিশু ও বড়দের কেমোথেরাপি দেওয়া হয়। আমরা তিনটি ধাপে এই ক্যানসার হাসপাতাল চালু করতে চাই। তার একটি হচ্ছে এই বিভাগ। এখানে আমরা ব্যাপক আকারে সচেতনতা কার্যক্রম চালু করতে চাই। এই সপ্তাহ থেকে আশা করি আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি কয়েক দিনের মধ্যে সেবার হার প্রকাশ করা হবে। সরকারিভাবে ওরাল ক্যানসার, ক্লিনিক্যাল ব্রেস্ট ও ভায়া ফোর সারভিকাল ক্যানসার পরীক্ষা ফ্রি করা হয়। সেটি এখানেও ফ্রি। মানে যারা বলবেন সামর্থ্য নেই তাদের জন্য। আর যারা মধ্যম আয়ের তাদের জন্য একটা ফি থাকবে, দিতে চাইলে দেবেন। 

তিনি আরও জানান, একটি মধ্যম মানের ক্লিনিকে ব্রেস্ট ক্যানসারের সার্জারিতে যে খরচ লাগে তার অর্ধেক খরচে এখানে সার্জারি হবে। ২০২৪ সালের মধ্যেই মিরপুর সাড়ে ১১ নম্বরে গণস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে বহির্বিভাগ, স্ক্রিনিং এবং দূরদূরান্তের রোগীদের জন্য অল্প খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থাসহ প্রাথমিকভাবে গণস্বাস্থ্য ক্যানসার নিবাস চালু করবো। এছাড়া আমাদের অন্যান্য এলাকার হাসপাতালে আসা যাওয়ার জন্য নামমাত্র ভাড়ায় পরিবহনের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, সাধারণ মানুষ ক্যানসার চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে ক্যানসার হাসপাতাল তৈরি করেও এর বিস্তার থামানো যাবে না। করোনার সময় প্রমাণিত হয়েছে, চিকিৎসাভিত্তিক সেবা দিয়ে মানুষকে সুস্থ রাখা যায় না। সুতরাং প্রতিরোধ জরুরি।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
শিশুদের ক্যানসার হয়, সেটি অনেকে জানে না: বিএসএমএমইউ উপাচার্য
অন্য দেশের ‘না’, ভুটানের রোগীকে সুস্থ করলো বাংলাদেশ
সর্বশেষ খবর
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে