X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ল্যাবএইডের বিল দিতে হবে সেন্ট্রাল হাসপাতালকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৪৩

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর পর প্রসূতি মাহবুবা রহমান আঁখিও মারা গেলেন। রবিবার (১৮ জুন) দুপুরে পার্শ্ববর্তী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নবজাতকের মৃত্যুর পর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসলে সেন্ট্রাল হাসপাতালকে ৭ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর। দেখা যাচ্ছে, অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, এ সংক্রান্ত সব খরচ সেন্ট্রাল হাসপাতালকে বহন করতে হবে। জানতে চাইলে ল্যাবএইড-এর জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দ্বীপ বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মেনেই সব হবে।’

এর আগে গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করানো হয়। পরে গত ১৪ জুন (বুধবার) সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’র অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

ঘটনার পরপর রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন (অস্ত্রোপচার) বন্ধ, অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে আপাতত হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমের বাইরে রাখাসহ সাত দফা নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রয়েছে, মাহবুবা রহমান আঁখির পরিবারের কাছ থেকে গৃহীত চিকিৎসাবাবদ সব খরচ এবং চিকিৎসাজনিত জটিলতার যাবতীয় ব্যয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করতে হবে।

মাহবুবা রহমান আঁখি আঁখি মারা যাওয়ার পর প্রশ্ন ওঠেছে ল্যাবএইডের বিল নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, ল্যাবএইড কর্তৃপক্ষ বলছে, যদি পরিবারের জন্য বিল দেওয়া চাপের হয়, তবে তারা কমপ্লিমেন্টারি করে দেবেন। যদিও অধিদফতরের নির্দেশ অনুযায়ী, সব ব্যয় সেন্ট্রাল হাসপাতালের দেওয়ার কথা। এ বিষয়ে ল্যাবএইড-এর জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দ্বীপ বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মেনেই সব হবে।’

উল্লেখ্য, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। এ সময় তার শারীরিক অবস্থা ‘স্বাভাবিক’ ছিল বলেও চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্তও করেছিলেন ডা. সংযুক্তা সাহা। প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তার অধীনে মাহবুবাকে ভর্তি করানো হয়। ওই সময় ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায়, সংযুক্তা সাহা আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। এরপর অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। কিন্তু পরদিন মারা যায় শিশুটি।

আরও পড়ুন:

সেন্ট্রাল হাসপাতালের সেই প্রসূতির মৃত্যু

‘মেরে ফেলছে, আমার বোনকে মেরে ফেলছে’

 

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন স্কুলশিক্ষার্থীসহ প্রাণ গেলো ৪ জনের
তেজগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?
বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?
সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান
সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান
এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক নজরদারিতে
এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক নজরদারিতে
মাদক মামলা: সম্রাটসহ ২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
মাদক মামলা: সম্রাটসহ ২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ