X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হৃদরোগের ১২ হাজার সফল সার্জারি উদযাপন করলো ল্যাবএইড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ০৫:৩০আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৫:৩০

হৃদরোগ চিকিৎসায় নিজেদের সফলতা উদযাপন করেছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। হৃদরোগের ১২ হাজার সফল অস্ত্রোপচারের মাইলফলক স্পর্শ করায় এই উদযাপন করা হয়েছে বলে জানায় ল্যাবএইড গ্রুপ।

রবিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘আমরা ছুঁয়েছি আকাশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান সার্জন ডা. লুৎফর রহমান হৃদরোগ চিকিৎসায় সফলতার আদ্যোপান্ত তুলে ধরেন।

তিনি বলেন, ১২ হাজার সফল সার্জারির পথপরিক্রমা সহজ ছিল না। কার্ডিয়াক সার্জারি অত্যন্ত সুক্ষ্ম একটি প্রক্রিয়া। এই দীর্ঘ যাত্রায় তিনি সারাক্ষণ পাশে পেয়েছেন একটি সুদক্ষ টিম এবং ব্যবস্থাপনা পরিচালকের নিরবচ্ছিন্ন সহযোগিতা। তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল বিরল কৃতিত্ব রেখেছে। বিদেশে যাওয়ার চেয়ে দেশের ভেতরেই এ রোগের সুচিকিৎসার কারণে রোগীদের ভোগান্তি কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় গর্ব করে। আর এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এ পর্যায়ে হৃদরোগ চিকিৎসায় সংশ্লিষ্ট সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সফলতা উদযাপন অনুষ্ঠানে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু দেশের কার্ডিয়াক সার্জন ও সেবা মানের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের সার্জনরা সীমিত খরচ ও সীমিত সংখ্যক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে যে চিকিৎসাসেবা দেন, সেটা পৃথিবীর অন্য কোনও দেশে সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, একটি সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মেডিসিন ও স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সেই কাজটিই করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবীর। তিনি বিশ্বব্যাপী মানবমৃত্যুর একক প্রধান কারণ হিসেবে হৃদরোগের কথা তুলে ধরেন। ১২ হাজার সফল কার্ডিয়াক সার্জারির মাইলফলক অর্জন করায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এবং ডা. লুৎফর রহমান ও তার টিমকে অভিনন্দন জানান।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ল্যাবএইড হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডা. এ এম শামীম ও ডা. লুৎফর রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, এতে অন্য সব হাসপাতাল ও চিকিৎসক এগিয়ে এলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।

কার্ডিয়াক সার্জন ডা. লোকমান হোসাইন বলেন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে সার্জারির পর সংক্রমণের হার সর্বনিম্ন। তিনি হাসপাতালের সেবা-সংশ্লিষ্ট সবাকে ধন্যবাদ জানান এবং বিশ্বমানের সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করায় ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ দেশের প্রথিতযশা ব্যক্তিরা।

/এসও/এনএআর/
সম্পর্কিত
গরমে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি, রংপুর হাসপাতালে পাঁচ দিনে ২২ জনের মৃত্যু
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই