X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন, যা গতকালের চেয়ে ১০ জন কম।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫৩ জন। আর গতকাল (১২ সেপ্টেম্বর) এক হাজার ৮৭১ জনের শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৬ হাজার ৯৭২ জন। আর শনাক্ত হওয়া নতুন এক হাজার ৯৫৩ জনকে নিয়ে দেশে করোনায় মোট ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ১১২ জন। এদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার সাত দশমিক ৬৯ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ৫৫টি আর পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৩৮৮টি।

দেশে এখন পর্যন্ত মোট ৯২ লাখ ৭২ হাজার ১২১টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬৮ লাখ ৫২ হাজার ১৯৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ১৯ হাজার ৯২৭টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৫ জন আর নারী ১৬ জন।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৩৮৩ জন, আর নারী ৯ হাজার ৫৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে দুই জন।

৪১ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে একসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। দুই বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন করে। রাজশাহী বিভাগে মারা গেছেন তিন জন, খুলনা বিভাগে ছয় জন, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে আর ময়মনসিংহ বিভাগে দুই জন।

৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে একজন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আরও ৪৭ জনের করোনা শনাক্ত
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র