X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এভিয়েশনে উৎসাহ দিতে ১২০ কিশোরীকে নাসায় বেড়াতে নিলো ডেল্টা

জার্নি ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:০৪

ডেল্টা এয়ার লাইনসের নারী পাইলটদের সঙ্গে কিশোরীরা যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে টেক্সাসের হাউস্টন শহরে প্রতিদিন চলাচল করে ডেল্টা এয়ার লাইনসের উড়োজাহাজ। এর মধ্যে একটি ফ্লাইট ছিল কিছুটা অন্যরকম। এভিয়েশনে উদ্বুদ্ধ করতে বিমানটিতে শুধু কিশোরীদের নেওয়া হয়। তারা সংখ্যায় ছিল ১২০। আর তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

গত ৫ অক্টোবর ছিল আন্তর্জাতিক গার্লস ইন এভিয়েশন দিবস। এ উপলক্ষে ১২০ কিশোরীকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারে নিয়ে যায় ডেল্টা এয়ার লাইনস। আমেরিকার এই বিমান সংস্থা এক বিবৃতিতে জানায়, পুরুষশাসিত এভিয়েশন শিল্পে আরও বেশিসংখ্যক নারীকে যুক্ত হতে উৎসাহ প্রদানের জন্য তাদের এমন উদ্যোগ।

এসব মেয়েরা এসটিইএম (সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ) বিষয়ক স্কুলের শিক্ষার্থী। নাসার মিশন কন্ট্রোল ঘুরে দেখেছে তারা। এরপর নভোচারী ও মহাকাশযান প্রকৌশলী জিনেট এপসের সঙ্গে মধ্যাহ্নভোজ করে কিশোরীরা।

ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে কেবিন ক্রুসহ সবাই ছিলেন নারী। এছাড়া উড়োজাহাজ পার্কিংয়ে র‌্যাম্প এজেন্ট ও বিমানবন্দরে গেট এজেন্টের দায়িত্বে ছিলেন মেয়েরা। কন্ট্রোল টাওয়ারে বসে পাইলটদের নির্দেশনা দিয়েছেন নারীরাই।

ডেল্টা এয়ার লাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মোট পাইলটের মাত্র ৫ শতাংশ নারী। তাই ২০১৫ সালে প্রকল্পটি চালু করেন এই বিমান সংস্থার পাইলট ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক বেথ পুল। তিনি বলেন, ‘এভিয়েশনে লিঙ্গ বৈচিত্র্যে উন্নতি আনতে অল্প বয়সী মেয়েদের উদ্বুদ্ধ করছি। এখন থেকে দশ বছর পর তারা যেন ডেল্টার ককপিটে বসে দায়িত্ব পালন করে সেই পাইপলাইন বানানো আমাদের উদ্দেশ্য। অন্য নারীদের জন্যও অনুপ্রেরণা হবে তারা।’

আন্তর্জাতিক গার্লস ইন এভিয়েশন দিবস বিশ্বব্যাপী উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার পাশাপাশি আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশের রাষ্ট্রগুলোতেও দিনটি উপলক্ষে ছিল বিভিন্ন কর্মসূচি।

সূত্র: সিএনএন
আরও পড়ুন-

ইনস্টাগ্রামে রাতারাতি তারকা এই নারী পাইলট
নারী পাইলটের নেতৃত্বে রিয়াদে গেলো আকাশবীণা

আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করা নারীদের গল্প

দেশের এভিয়েশন খাতে দক্ষতা ও সাফল্যের সঙ্গে নারীদের এগিয়ে চলা

নারী দিবসে নারীদের নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

এভিয়েশন খাতেও নারীর সফল বিচরণ

নারীরা এভিয়েশন খাতে নেতৃত্ব দিতে সক্ষম

বিমান চালালেন তাসমিন, চড়লেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ের চারপাশে বিমান চালিয়ে দুই নারী পাইলটের ইতিহাস
উড়োজাহাজেই অফিস করেন এভিয়েশন প্রকৌশলী নারীরা

ভুটানে নারী নেতৃত্বে ফ্লাইট দিয়ে ইতিহাস গড়লো ড্রুকএয়ার



/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি