চুল রেশমের মতো নরম আর মসৃণ করতে মেহেদি ব্যবহার করতে পারেন চুলে। আরও বেশ কিছু উপকারিতা রয়েছে মেহেদির। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, মেহেদিতে কুলিং, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। তাই মেহেদি ব্যবহার করলে মাথার ত্বকে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে। এছাড়া চুলকে গোড়া থেকে মজবুত করে চুল পড়া কমাতেও মেহেদির জুড়ি নেই। মেহেদিতে থাকা ভিটামিন ই চুলের নানাবিধ সমস্যা সমাধানে কাজ করে চমৎকারভাবে। ত্বকের পিএইচ মাথা ঠিক রাখার পাশাপাশি চুল হয় ঝলমলে। পাঁচটি কার্যকরী উপায়ে চুলের যত্নে মেহেদি ব্যবহার করতে পারেন।
১। মেহেদি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো টক দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে বানিয়ে নিন প্যাক। চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
২। মেহেদির সঙ্গে গ্রিন টি মিশিয়ে ব্যবহার করলে চুল ঝলমলে ও সতেজ হয়। এই প্যাকও সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।
৩। মেহেদির গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কুসুম গরম পানি মেশান। ৮ ঘণ্টা রেখে দিন। চুল ভাগ করে ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মেহেদির পেস্ট। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলে চমৎকার রঙ আসবে।
৪। ১ কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে আধা কাপ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৫। সরিষার তেল সামান্য গরম করে মেহেদির গুঁড়া দিয়ে দিন। পেস্ট তৈরি হলে নামিয়ে নিন। ঠান্ডা হলে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।