X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আবদেল কাদের এল-জানাবির কবিতা

তর্জমা : মঈনুস সুলতান
১৮ অক্টোবর ২০২৩, ১৭:১৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:১৯

ইরাকের কবি আবদেল কাদের এল-জানাবির জন্ম ১৯৪৪ সালে বাগদাদ নগরীতে। প্রবাস জীবনে তিনি ভিয়েনা ও লন্ডনে বসবাসের পর প্যারিসে থিতু হন। ওখান থেকে প্রকাশ করেন, পরাবাস্তববাদী ধারায় পর্যালোচনা মূলক পুস্তক ‘লে ডেজির লিবাখতাখ’, যা আরব-বিশ্বের নানা দেশে নিষিদ্ধ হয়। কবিতা ও প্রবন্ধ ছাড়া কবি এল-জানাবি তর্জমাকার হিসাবেও প্রসিদ্ধ। পেশায় সাংবাদিক এই কবি ‘আরাপোয়েটিকা’ নামে একটি ম্যাগাজিনও সম্পাদনা করেন।


একটি নৌকা—যা প্রতিটি সমুদ্রকে করে তোলে অধীর

সুখের সন্ধানে মেতেছিলাম আমরা গুটিকতক শিশু
সুখও নানা সূত্রে তালাশ করছিল আমাদের
আমাদের অবস্থান ছিল বিশ্ব-জগতের বিপরীতে
আলোহীন একটি পৃথিবী
গড়িয়ে পড়া ঢালের পরিসরহীন একটি পাহাড়
কিংবদন্তীর স্বর্ণমৃগ আমরা
দুর্বৃত্তরা কিছুতেই পায় না যার নাগাল;

আমরা হচ্ছি সম্মিলিত কণ্ঠস্বর
এবং কবিতা
প্রভাত
এবং আলোজ্বলা দীপাবলি
আমাদের মস্তক
এবং ক্রীড়া প্রদর্শনের পূর্বে ব্যাপক অনুশীলন
আমরা, শ্রমজীবীর হাতে ধরা সাদা দাস্তানায় মোড়া পিস্তল
তবে গুলিটি ততক্ষণে ভেদ করে গেছে হৃৎপিণ্ড
ঘুরপাক খাচ্ছে শব্দে গড়া বাক্যরাজির সুশৃঙ্খল সরণীতে।

ঘূর্ণিবাত্যার শনশন শব্দে কাঁপিয়ে দিচ্ছি
সমস্ত কিছু আমরা
নিষ্পত্তি করি অভিযোগরাজির
যাতে ইতিহাস হিসাব নিকেশ করতে পারে
আমাদের অপ্রত্যাশিতভাবে শব হয়ে যাওয়া সম্পর্কে
এবং বর্ষণে সিক্ত করতে পারে আমাদের গোরস্তান।


মানুষের ভাসমান হওয়ার মুহূর্ত

প্রবাহিত হবে কিন্তু নদী
যারা নয় দৃশ্যমান—তাদের নিয়েও যাবে বয়ে
সকল বৈপরীত্যে ও অনুপস্থিতি
ভেসে যাবে সকলই—যাবে বয়ে নিরবধি,
জলের নীল থাবায় আঁকড়ে ধরে ভাসিয়ে নিয়ে যাবে
সমস্ত পৃথিবী—বয়ে যাবে বিশ্ব,
ভেসে যাবে ক্লান্তি—হাই তোলা শক্তসুঠাম দেহ
চূর্ণিত হবে জল ঘূর্ণিতে নিঃস্ব,
ভেসে যাবে প্লাবিত পৃথিবীর প্রাণহীন শব—
সব কিছু ভাসবে ফের,
পড়ে থাকবে আর্দ্র ডাঙা—স্যাঁতসেঁতে মৃত্তিকা শব্দহীন নীরব,
সুতরাং অত্যাচারীর গবাদিপশু যেন মেটাতে পারে তৃষ্ণা
মৌনতায় ভরে উঠবে চরাচর—
প্রকৃতিতে আর বাজবে না বাতাসের রুদ্রবীণা।

/জেড-এস/
সম্পর্কিত
প্রিয় দশ
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
সর্বশেষ খবর
আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা: শেখ হাসিনা
আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা: শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
আবার বাড়লো জ্বালানি তেলের দাম
আবার বাড়লো জ্বালানি তেলের দাম
চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগ, দায়িত্বে অবহেলায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ
চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগ, দায়িত্বে অবহেলায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা