X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরিবেশমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮:০৭

‘খাসিয়াসহ বেশকিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাসে বন্য পশুরা দেশের পাহাড়ে নিরাপদ নয়’ বলে বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে মন্তব্য করেছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তার এই মন্তব্যের প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা মন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এ সময় দর্শন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘বন্য পশুরা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর জন্য আদিবাসীরা দায়ী নয় বরং আমরা দায়ী। বনের ভেতর সমতলের লোকদেরই ইজারা দিয়ে চাষ করতে দেওয়া হয়, আদিবাসীদের না। এ বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত বনের মধ্যে ২৫টি হাতি হত্যা করা হয়েছে। এসবের কোনও সুষ্ঠু বিচার হয়নি। বন বিভাগের এসবে কোনও ভূমিকা নেই। প্রাণীদের রক্ষা করতে হলে আদিবাসীদের নিয়ে এরকম অযাচিত মন্তব্য না করে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বের করি শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

আরেক শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ‘১৫৫০ সাল থেকে আদিবাসীরা পাহাড়ে অ লগুলোতে বসবাস করছে। পাহাড়ে বিভিন্ন প্রাণীদের সঙ্গে ৫০০ বছর ধরে যারা টিকে আছে তারা নিশ্চয়ই ক্ষতিকর না। কিন্তু বাংলাদেশের মন্ত্রীর অস্বাভাবিক মন্তব্য পাঁয়তারার অংশ বলে মনে করি।’

অবিলম্বে আদিবাসীদের নিয়ে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান এই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বর্ণের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

/এফআর/
সম্পর্কিত
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে অবন্তিকার মা‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে আন্তরিক হলে হয়তো মেয়েকে হারাতে হতো না’
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়