X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত কাইয়ুম

ক্যাম্পাস প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:৩৭

ছয় মাস বয়সী ছেলে শেখ সাদীর মুখে এখনও বাবা ডাক শোনেননি আব্দুল কাইয়ুম (৩৬)। সে জানে না তার বাবা তিন বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল কাইয়ুমকে বাঁচাতে হলে দ্রুত বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। এতে ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। প্রাথমিকভাবে কেমোথেরাপি দিতে প্রয়োজন পাঁচ লাখ টাকা।

দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার অনেকটাই নিঃস্ব। এদিকে আব্দুল কাইয়ুমের বৃদ্ধা মায়েরও চিকিৎসা করাতে হয়। সবমিলিয়ে পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ছয় মাসের সন্তানের দিকে তাকিয়ে সবার কাছে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। 

আব্দুল কাইয়ুমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুলী গ্রামে। বাবা সিদ্দিকুর রহমান (৭০) এক সময় কাপড়ের ব্যবসা করতেন। বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। ভিটেবাড়ি ছাড়া জমিজমা বলতে কিছুই নেই। যেটুকু সম্বল ছিল ছেলের চিকিৎসায় বিক্রি করতে হয়েছে। 

আব্দুল কাইয়ুম বলেন, প্রায় চার বছর ধরে তিনি অসুস্থ। ২০১৮ সালে ব্লাড ক্যানসার ধরা পড়ে। প্রথমদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিন বছরে চিকিৎসায় প্রতি মাসে অন্তত ২০ হাজার টাকা করে খরচ হয়েছে। শরীরে রক্ত উৎপাদন না হওয়ায় প্রতি মাসে ১০ ব্যাগ করে রক্ত দিতে হচ্ছে।

ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন চিকিৎসা নিচ্ছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। এখানকার চিকিৎকরা তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথা জানিয়েছেন। এতে প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে।

নিজের শারীরিক অসুস্থতা ও পরিবারের আর্থিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘আমার ছেলের জন্য হলেও বাঁচতে চাই। সবার কাছে সহযোগিতা কামনা করছি। সবাই এগিয়ে আসলে আমার চিকিৎসা সম্ভব। একমাত্র সন্তানকে নিয়ে বাঁচতে পারবো।’

আব্দুল কাইয়ুম জানান, ‘এখন পর্যন্ত আমার চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে চিকিৎসা করিয়েছি। এখনও ঋণ আছে প্রায় পাঁচ লাখ টাকা। পরিবারও নিঃস্ব। তারা আর ব্যয় বহন করতে পারছে না।’

আব্দুল কাইয়ুমকে অর্থসহায়তা পাঠানোর ঠিকানা—

★ব্যাংক হিসাব নম্বর
মো. ফরহাদ হোসেন (বড় ভাই)
হিসাব নম্বর: ০২০০০০২৫৯৮০৩৩
অগ্রণী ব্যাংক, ছোট বাজার শাখা, ময়মনসিংহ

★বিকাশ ও নগদ নম্বর
০১৬২৫ ৯১১২২০ (ব্যক্তিগত)

★রকেট নম্বর
০১৯২০ ৫৬৯১৭২-২ (ব্যক্তিগত)

/এসএইচ/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
৯ দাবিতে রাবি সংস্কার আন্দোলনের দিনব্যাপী অবস্থান কর্মসূচি
রাকসু নির্বাচনের তফসিলসহ ৯ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!