X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইবিতে মধ্যরাতে ‌‘ককটেল’ বিস্ফোরণ

ইবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুটি হলের প্রাচীর ঘেঁষে অন্তত ছয়টি শব্দ পাওয়া যায়। এগুলো ককটেল বিস্ফোরণের শব্দ বলে দাবি করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলের দক্ষিণ ব্লকের পাশে থেমে থেমে ছয়৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিভিন্ন হলে থাকা শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, স্ট্যাম্প ও হকস্টিক নিয়ে হলের অভ্যন্তর ও বাইরে টহল দিতে থাকেন। পরে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে পাঠিয়ে দেন। তবে ঘটনার সময় মোবাইল ফোনের কল দিয়েও প্রক্টরিয়াল বডির সদস্যদের না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আমার রুমের পাশে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সভাপতির ব্লকের পাশেও বিস্ফোরণ ঘটেছে। সামনে নির্বাচন উপলক্ষে স্বাধীনতাবিরোধী অপশক্তি নিজেদের শক্তির জানান দিচ্ছে। এতে কারা জড়িত সেটা তদন্ত করা ছাত্রলীগের কাজ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। ঘটনার পর বারবার প্রক্টর স্যারকে ফোন দিয়েছি। তবে ঘণ্টা পার হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে। রাত ৩টার দিকে ঘটনা ঘটেছে, ওই সময় সবাই ঘুমিয়ে থাকে। সেজন্য সবার সঙ্গে যোগাযোগ করতে একটু দেরি হয়েছে। জানার পর আমাদের সিকিউরিটি অফিসাররহ সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যান।’

/এসএইচ/
সম্পর্কিত
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন