X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন প্রজন্মের ৯০ শতাংশই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না: উপাচার্য ফরিদ

শাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ২২:০৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২২:০৬

নতুন প্রজন্মের ৯০ শতাংশই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না বলে দুঃখপ্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় দুঃখপ্রকাশ করে উপাচার্য বলেন, ‘আমরা যদি নতুন প্রজন্মের সঙ্গে কথা বলি, তাদের ৯০ শতাংশের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনও ধারণা নেই। তাছাড়া কোনও ইন্টারভিউয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন করলে মেধাবী ছাত্ররাই বলতে পারে না যে, স্বাধীনতা যুদ্ধ কখন হলো, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কে, বাংলাদেশের যারা সত্যিকার অর্থে জাতিকে পথ দেখিয়েছেন; এমন বুদ্ধিজীবী প্রগতিশীল নেতৃবৃন্দ কারা ছিলেন? তাদের সম্পর্কে অনেকে কিছুই বলতে পারে না।’

উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা নেতৃত্বে না থাকলে বাংলাদেশকে আবার পাকিস্তানের আমলে নিয়ে যাওয়া হবে। এদেশে প্রগতিশীলতা চর্চা বলতে কোনও কিছু থাকবে না। দেশে প্রগতিশীল বুদ্ধিজীবী যারা আছেন তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। এমনকি তিনি নেতৃত্বে আছেন বলে স্কুলে পাঠ্যপুস্তকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে পারছি।’

পূর্বে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে উল্লেখ করে উপাচার্য ফরিদ উদ্দিন আরও বলেন, ‘আমাদের স্বাধীনতার ইতিহাসকে ইচ্ছা করেই বিকৃত করা হয়েছে। ছেলেমেয়েরা যাতে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে না পারে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে না পারে, স্বাধীনতার চেতনা ধারণ না করতে পারে, সেজন্য তারা এ কাজগুলো করে গেছে বছরের পর বছর।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।  

এর আগে সকাল পৌনে ৯টায় কালোব্যাজ ধারণ এবং ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বর ও শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

/এএম/
সম্পর্কিত
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু
১১ বছর পর কমিটি পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা