X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খেলায় হেরে আম্পায়ারকে পেটালেন গণিতের শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ০০:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে গণিত বিভাগকে আট রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রীড়াবিজ্ঞান বিভাগ। তবে খেলা শেষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আম্পায়ারকে পিটিয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। 

সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আম্পায়ার খুরশিদ আলম সুইট রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেট হারিয়ে গণিত বিভাগ ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়। রান আউটে গণিত বিভাগের তৃতীয় উইকেটের পতন ঘটে। এই নিয়ে গণিত বিভাগের খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। খেলা শেষে গণিত বিভাগের খেলোয়াড়রা আম্পায়ারের ওপর হামলা করেন। আম্পায়ারকে স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেন তারা। এ সময় মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। তারা মাঠের প্রধান ফটকের তালা ভেঙে বের হয়ে যান। 

পাশাপাশি আম্পায়ারকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পরে রামেকে নিয়ে যাওয়া হয়। তখন মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে মাঠে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির।

এ বিষয়ে খেলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ‘খেলা শেষে গণিত বিভাগের খেলোয়াড়রা আম্পায়ারের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘আমি বিকাল ৪টা পর্যন্ত মাঠে ছিলাম। তখন কোনও ঝামেলা হয়নি। পরে কি হয়েছে জানি না। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‌‘রান আউটের সিদ্ধান্ত নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। খেলায় হেরে যাওয়ার পর তারা আম্পায়ারের ওপর হামলা চালান।’

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির বলেন, ‘ঘটনা শোনার পর আমি উপাচার্য স্যারসহ খেলা মাঠে যাই। বিষয়টিকে আমরা গুরুত্বসহ নিয়েছি। আগামীকালের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া