X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার মূল ক্যাম্পাসে চবির চারুকলার শিক্ষার্থীদের অবস্থান

চবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন তারা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি এক জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও ত্যাগ করতে বলা হয় শিক্ষার্থীদের। এরপরই প্রথম একাডেমিক দিবসে মূল ক্যাম্পাসে অবস্থান নিলেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র জহির রায়হান অভি বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন সাত দিনের মধ্যেই সংস্কার কার্যক্রম এবং ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আমরা তার কোনও কিছুই দেখিনি। এর মধ্যে আমাদের চারুকলার ক্যাম্পাস এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এখনও চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অটল আছি। চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে এসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন বিনতে আলম তমা বলেন, ‘৯৫ দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। আমাদের একটাই দাবি, মূল ক্যাম্পাসে আসতে চাই। এতদিন আমাদের দাবি ছিল, স্থানান্তরের প্রক্রিয়া যে চলছে তার প্রমাণ দেখানো। কিন্তু তারা আমাদের সুনির্দিষ্ট কিছুই দেখাতে পারেনি।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে তিন মাস ধরে আন্দোলন করে আসছেন চারুকলার শিক্ষার্থীরা। ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জনের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হয়। শুরুতে আন্দোলন ইনস্টিটিউটের সংস্কারকেন্দ্রিক থাকলেও পরবর্তী সময়ে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

গত ২৩ জানুয়ারি শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও এক সপ্তাহের মাথায় ৩০ জানুয়ারি আবারও মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ। একইদিন চলমান আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। তারা ক্লাস চালুর দাবি জানান।

এরই মধ্যে বুধবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জরুরি সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট। এ সময় অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়।

/আরআর/এমএএ/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি