X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

এবার মূল ক্যাম্পাসে চবির চারুকলার শিক্ষার্থীদের অবস্থান

চবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন তারা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি এক জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও ত্যাগ করতে বলা হয় শিক্ষার্থীদের। এরপরই প্রথম একাডেমিক দিবসে মূল ক্যাম্পাসে অবস্থান নিলেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র জহির রায়হান অভি বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন সাত দিনের মধ্যেই সংস্কার কার্যক্রম এবং ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আমরা তার কোনও কিছুই দেখিনি। এর মধ্যে আমাদের চারুকলার ক্যাম্পাস এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এখনও চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অটল আছি। চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে এসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন বিনতে আলম তমা বলেন, ‘৯৫ দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। আমাদের একটাই দাবি, মূল ক্যাম্পাসে আসতে চাই। এতদিন আমাদের দাবি ছিল, স্থানান্তরের প্রক্রিয়া যে চলছে তার প্রমাণ দেখানো। কিন্তু তারা আমাদের সুনির্দিষ্ট কিছুই দেখাতে পারেনি।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে তিন মাস ধরে আন্দোলন করে আসছেন চারুকলার শিক্ষার্থীরা। ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জনের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হয়। শুরুতে আন্দোলন ইনস্টিটিউটের সংস্কারকেন্দ্রিক থাকলেও পরবর্তী সময়ে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

গত ২৩ জানুয়ারি শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও এক সপ্তাহের মাথায় ৩০ জানুয়ারি আবারও মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ। একইদিন চলমান আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। তারা ক্লাস চালুর দাবি জানান।

এরই মধ্যে বুধবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জরুরি সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট। এ সময় অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়।

/আরআর/এমএএ/
সম্পর্কিত
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
সর্বশেষ খবর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়