X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থীকে র‍্যাগিং, ৫ জনকে বহিষ্কার

শাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯

র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের নির্যাতনের অপরাধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃতদের নাম-পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘র‌্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনাটি বিস্তর তদন্তের জন্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. খায়রুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের ১১১ নম্বর কক্ষে ডেকে একই বিভাগের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থীকে র‍্যাগ দেন ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এরপর ভয়ে বাড়িতে চলে যান এক শিক্ষার্থী।

প্রক্টর ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ওই দিন রাতে প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থীকে র‍্যাগ দেয় ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে এক শিক্ষার্থী অভিযোগ দেয়। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী পাঁচ জনকে শনাক্ত করেছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে। কারা কারা জড়িত, তাদের শনাক্ত করবে তদন্ত কমিটি। এরপর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, ‘র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের ডেকে নির্যাতন করা হয়েছে। র‌্যাগিংয়ে নেতৃত্ব দেওয়া পাঁচ শিক্ষার্থী শনাক্ত হয়েছে। তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
নিপীড়ক শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি ভুক্তভোগীর
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু
১১ বছর পর কমিটি পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
সর্বশেষ খবর
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’