X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্থানীয়দের হামলায় ইবির ২ শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ০৫:১৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৫:১৯

স্থানীয় বহিরাগত কর্তৃক হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) বিকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে বাইকে তেল আনতে গেলে স্থানীয়দের দ্বারা তারা হামলার শিকার হন। পরে এ সংবাদ ছড়িয়ে পড়লে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রশাসন কর্তৃক অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো, শিক্ষার্থীদের ওপর হামলাকারীর যথাযথ বিচার, নিরাপদ ক্যাম্পাস ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা৷

এদিকে হামলার শিকার দুই ছাত্র হলেন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান। হামলার ঘটনার পর দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী সুপ্ত বলেন, দুপুরে মফিজ লেকে আমরা বন্ধু-বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসের লেকে ছিলাম। সেখানে বহিরাগত স্থানীয় দুজন যুবক এসে বান্ধবীদের সহ ভিডিও ধারণ করে। তাদের ভিডিও ডিলিট করতে বললে আমাদের ওপর তেড়ে আসে। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হলে তারা আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আজ বিকালে আমরা শেখপাড়ায় বাইকে তেল নিতে গেলে স্থানীয় আকাশসহ চার-পাঁচ জন আমাদের ওপর অতর্কিতে হামলা করে।

স্থানীয়দের হামলায় ইবির ২ শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

ইবি মেডিকেলের অফিস সহায়ক খন্দকার নাইমুল রেজা জানান, সন্ধ্যায় আহত অবস্থায় দুজনকে মেডিক্যালে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বলছিল মাথা ঘোরাচ্ছে বা অস্বস্তি লাগছে। পরে তাদের কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে।

এদিকে আন্দোলন চলাকালীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে প্রক্টর পুলিশের প্রটোকলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন ও কুষ্টিয়া জেলার পুলিশ পরিদর্শক (ডিবি) সাব্বিরুল আলম ঘটনাস্থলে আসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ওই ঘটনায় অভিযুক্তদের দ্রুতই আটক করার আশ্বাস দেন।

এ আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক ত্যাগ করলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে এই দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দীর্ঘ ভোগান্তি সৃষ্টি হয় বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিস্থিতি শান্ত রাখতে প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া আছে।

/এনএআর/
সম্পর্কিত
মোংলা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
ব্রহ্মপুত্রের বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়