X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় রিটার্ন টিকিট বাণিজ্য!

চৌধুরী আকবর হোসেন
১৫ জুন ২০১৬, ১০:২৩আপডেট : ১৫ জুন ২০১৬, ১৪:৩৩

মালয়েশিয়ান ভিসা

স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দিয়ে কৌশলে শিক্ষার্থীদের কাছ থেকে বিমানের রিটার্ন টিকিটের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও ওয়ার্কিং ও স্টুডেন্ট ভিসায় রিটার্ন টিকিটের কোনও বিধান নেই। তারওপর রিটার্ন টিকিটের মেয়াদ সাধারণত ৬ থেকে ১২ মাস হওয়ায় এগুলো কোনও কাজেই আসছে না শিক্ষার্থীদের।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পৌঁছানোর পরপরই রিটার্ন টিকিটের বুকিং বাতিল করে যোগসাজশ করে টাকা তুলে নিচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির অসাধু কর্মকর্তারা। এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় পড়াশোনা ও কাজ করতে গেলে বিমানের রিটার্ন টিকিটের প্রয়োজন হয় না। তবে এয়ারলাইন্সগুলোর অলিখিত অনৈতিক চাহিদায় ট্রাভেল এজেন্সি, বৈদেশিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলো রিটার্ন টিকিটের বাধ্যবাধকতা দেখিয়ে শিক্ষার্থীদের তা কাটতে বাধ্য করছেন। মালয়েশিয়ায় পড়াশোনার জন্য গিয়ে কোনও শিক্ষার্থী  সাধারণত ৬ মাসের মধ্যে দেশে ফেরেন না। আর এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ ছাড়লেই রিটার্ন টিকিট বাতিল করে দেওয়া হচ্ছে এজেন্সি থেকে।

এদিকে বাতিল হওয়া রিটার্ন টিকিট থেকে সার্ভিস চার্জসহ নানা অজুহাতে বেশিরভাগ অর্থ কেটে রাখে এয়ারলাইন্স কোম্পানি। বাকি অর্থ টিকিট বুকিংদাতা এজেন্সিতে ফেরত যায়। এর কানাকড়িও ফেরত পান না শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, কোনও কোনও এয়ারলাইন্সের রিজার্ভেশন অফিসের কর্মকর্তারাও রিটার্ন টিকিট বাণিজ্যের সঙ্গে জড়িত। কোনও কোনও সময় ভিসাসহ অন্যান্য বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনও শিক্ষার্থী রিটার্ন টিকিট ছাড়া যেতে চাইলে অনেক এয়ারলাইন্সের কাউন্টারে বোর্ডিং পাস ইস্যু কর হয় না। এমনকি বিভিন্ন ধরনের অনৈতিক আর্থিক হয়রানিরও শিকার হতে হয় শিক্ষার্থীদের।

জানা গেছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এশিয়া, মালয়েশিয়ান এয়ার, মালিন্দো এয়ার। এর মধ্যে বিমান বাংলাদেশ সপ্তাহে ২১টি,  মালেশিয়ান এয়ার ২১টি, রিজেন্ট ৪টি, এয়ারএশিয়া ৫টি এবং মালিন্দো ১২টি ফ্লাইট মালয়েশিয়ায় পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন শিক্ষার্থী মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ায় রিটার্ন টিকিট বাবদ বাড়তি খরচ কমপক্ষে ১৫ হাজার টাকা। এই হিসেবে প্রায় ১০০ জন শিক্ষার্থী দিনে ১৫ লাখ টাকা গচ্চা দেন যা তারা আর ফেরত পান না।

সূত্র জানায়, স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় যেতে শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা, শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার, ভিসা অ্যাপ্রোভাল লেটার, শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটের মূলকপি সঙ্গে রাখতে হয়। এসব থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যে প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী ভর্তি হবেন সেখানের টিউশন ফি পরিশোধ না করার তথ্য পেলে কখনও কখনও মালয়েশিয়ান ইমিগ্রেশন শিক্ষার্থী ফেরত পাঠায়। এই অজুহাতেই শিক্ষার্থীদের রিটার্ন টিকিট কাটতে বাধ্য করে এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, বৈদেশিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলো। যদিও এর কোনও আইনি ভিত্তি নেই। এক্ষেত্রে শুধু মালিন্দো এয়ারলাইন্স রিটার্ন টিকিট চায় না শিক্ষার্থীদের কাছে। বরং এয়ারলাইন্সটি রিটার্ন টিকিটের পরিবর্তে ন্যূনতম পাঁচ'শ রিংগিট বা সমপরিমাণ অর্থ এন্ডোর্স করে সঙ্গে রাখতে বলে শিক্ষার্থীদের। যাতে কোনও কারণে মালয়েশিয়ান ইমিগ্রেশন আটকালে সেই টাকায় রিটার্ন টিকিট কেটে ফেরত আসা যায়।

টুইন টাওয়ার মালয়েশিয়া

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রাহাত আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমাদের বলা হয়ছিল রিটার্ন টিকিট ছাড়া যাওয়া যাবে না। কিন্তু রিটার্ন টিকিটের মেয়াদ ছয় মাস হওয়ার কারণে ব্যবহারের সুযোগও নেই।’

সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়ছেন কবির আহমেদ। তিনি বলেন, ‘রিটার্ন টিকিট কেটে মালয়েশিয়ায় এসেছিলাম। এক বছর পর যখন ছুটিতে দেশে আসবো তখন মালয়েশিয়ান এয়ারলাইন্স জানালো টিকিটের মেয়াদ শেষ। টিকিটটি বাতিল করা হয়েছে। কে করেছে, কেন করেছে আমি কিছুই জানি না।’

একটি এয়ারলাইন্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মূলত কনসালটেন্সি ফার্ম ও ট্রাভেল এজেন্সিগুলোই শিক্ষার্থীদের রিটার্ন টিকিট কাটতে বাধ্য করে। তারা শিক্ষার্থীদের বলে রিটার্ন টিকিট না থাকলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়ে দেয়। একটি বড় সিন্ডিকেট আছে যারা মালয়েশিয়ায় শিক্ষার্থী পৌঁছালে এয়ারলাইন্সগুলোর সহায়তায় রিটার্ন টিকিট বাতিল করে টাকা হাতিয়ে নেয়।

অন্যদিকে, একাধিক ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে পাল্টা অভিযোগ শোনা যায়। তাদের মতে এয়ারলাইন্সগুলো একই পিএনআর (প্যাসেঞ্জার নেইম রেকর্ড)-এ রিটার্ন টিকিট না হলে বোর্ডিংপাসই ইস্যু করে না। এতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মালিন্দো এয়ারের স্টেশন ম্যানেজার খালেদা রুমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যেতে রিটার্ন টিকিটের বাধ্যবাধকতা নেই। তবে অনেক সময় বৈধ কাগজপত্র না থাকলে কোনও কোনও শিক্ষার্থীকে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। সে ক্ষেত্রে মালিন্দো এয়ার যাত্রীর কাছে রিটার্ন টিকিটের সমতুল্য পরিমাণ ক্যাশ রয়েছে কিনা তা কেবল যাচাই করে দেখে। ফলে এই অর্থ দিয়ে শিক্ষার্থী মালয়েশিয়ান ইমিগ্রেশনে আটকা পড়লে যে কোনও এয়ারলাইন্সেই টিকিট কেটে চলে আসতে পারবেন।’

রিজেন্ট এয়ারওয়েজের এজিএম কেএম জাফর উজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু পর্যটকদের ক্ষেত্রে রিটার্ন টিকিট থাকা প্রয়োজন। স্টুডেন্ট বা ওয়ার্কিং ভিসায় রিটার্ন টিকিট প্রয়োজন নেই। তবে কোনও কোনও এজেন্সি এ ধরনের প্রতারণামূলক কাজ করতে পারে।’

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, ‘পৃথিবীর কোথাও স্টুডেন্ট ভিসায় রিটার্ন টিকিট লাগে না। আমাদের শিক্ষার্থীদের জন্য লাগবে কেন? এতদিন অনেক অনিয়মই ছিল। আস্তে আস্তে আমাদের চোখ-কান খুলছে, আমরা বুঝতে শিখেছি, হোয়ার ইজ হোয়াট। এসব থেকে বেরিয়ে আসার এবং বের করে আনার সময় হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলাপ করেছি এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছি। স্টুডেন্ট ভিসায় বোর্ডিংপাস ইস্যুর সময় যাত্রীর সঙ্গে কেবল ভিসা, অফার লেটার, ভিসা অ্যাপ্রোভাল লেটার, শিক্ষাগতযোগ্যতার সনদসমূহ এবং ন্যূনতম ২৫০ মার্কিন ডলার সমপরিমাণ এন্ডোর্সড করা ক্যাশ আছে কিনা দেখা যেতে পারে। নিয়ম বহির্ভূতভাবে রিটার্ন টিকিট চাওয়া যাবে না।’

মুহাম্মদ ইউসুফ বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে রবিবার (১২ জুন) সার্কুলার দিয়ে এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট এয়ারলাইন্সগুলোকে হ্যান্ডলিং স্টাফদের ব্রিফ করতে অনুরোধ করেছি। এরপরেও বেআইনিভাবে কোনও এয়ারলাইন্স রিটার্ন টিকিট চাইলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। অন্যদিকে, কোনও ট্রাভেল এজেন্সি স্টুডেন্ট ভিসায় অযথা রিটার্ন টিকিট ইস্যু করলে তার বিরুদ্ধে লাইসেন্স বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’ 

/সিএ/এফএস/এজে/ আপ- এপিএইচ/ 

আরও পড়ুন: 
জামায়াত নিষিদ্ধের আগে ৪ বিষয়ে ‘গ্রাউন্ড ওয়ার্ক’

‘বাংলাদেশের রিজার্ভ চুরি বৈশ্বিক লেনদেনে সার্বক্ষণিক হামলার আশঙ্কা সৃষ্টি করেছে’

যানজটে বাড়ছে মুমূর্ষু রোগীর মৃত্যুঝুঁকি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় কর্মকাণ্ড পরিকল্পিত নাটক: পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় কর্মকাণ্ড পরিকল্পিত নাটক: পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
ব্যাটারিচালিত রিকশার নির্ধারিত ভাড়া ও পার্কিং থাকবে: ডিএনসিসি প্রশাসক
ব্যাটারিচালিত রিকশার নির্ধারিত ভাড়া ও পার্কিং থাকবে: ডিএনসিসি প্রশাসক
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’