X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

দুর্গতদের যেকোনও প্রয়োজনে ৯৯৯-এ কল করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:১৩





ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান (ছবি: সংগৃহীত) ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা-উপজেলার সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে; যেন যেকোনও প্রয়োজনে তাদের পাওয়া যায়। রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার কাজের সঙ্গে সম্পৃক্ত আছে। তাছাড়া যেকোনও প্রয়োজনে দুর্গতদের ৯৯৯-এ কল করার অনুরোধ করা হচ্ছে।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বুলবুল আঘাত হানতে পারে এমন এলাকায় ৪ হাজার ৭০টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আরও ১৮ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এ জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কাজ করছে। সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কার্যক্রম তদারকি করছেন।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। এখান থেকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার জন্যে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন।’
এনামুর রহমান বলেন, ‘গবাদিপশু, হাঁস-মুরগি যেন ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় বা প্রাণ না হারায়, এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় জরুরি প্রয়োজন মেটাতে ৫ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। ঝড়টি সন্ধ্যা নাগাদ আঘাত করবে, এ জন্য রাতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি ও হ্যাজাক লাইট প্রস্তুত রাখা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক রাখা আছে।’
এনামুর রহমান বলেন, ‘দেশের সব জলপথে নৌ-চলাচল বন্ধ আছে। জেলে ও মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনও বলবৎ আছে।’

আরও পড়ুন...


উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

যে কারণে এবারও ৯১ সালের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘বুলবুল’

‘বুলবুল’ মোকাবিলায় সরকার ও দল সর্বোচ্চ প্রস্তুত: ওবায়দুল কাদের

আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন উপকূলবাসী

‘বুলবুল’ মোকাবিলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল, দুর্যোগ মোকাবিলায় ৮ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত সরকার: নৌ প্রতিমন্ত্রী

সারাদেশে নৌ চলাচল বন্ধ

উপকূলে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের